কপিল ৬৪ নট আউট, জন্মদিনে একমাত্র শুভেচ্ছা সচিনের! কোহলি, রোহিতরা সব চুপ
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Kapil Dev turns 64 today as Sachin Tendulkar has emotional social media post but no wish from Rohit and Virat Kohli. কপিল ৬৪ নট আউট, জন্মদিনে একমাত্র শুভেচ্ছা সচিনের! কোহলি, রোহিতরা চুপ
#মুম্বই: ক্রিকেটের বাইবেল বলে পরিচিত উইজডেনের বিচারে ভারতবর্ষের ক্রিকেট ইতিহাসে তিনি শতাব্দীর সেরা ক্রিকেটার। আসলে ভারতের ক্রিকেটে কপিল দেব শুধু একজন বিশ্বকাপ জয়ী অধিনায়ক নন। কপিল একাই একটা অর্ধেক আকাশ। তার ৪৩৪ টেস্ট উইকেট অথবা পাঁচ হাজারের ওপর রান দিয়ে তাকে বিচার করা যাবে না।
১৯ বছর বয়সে টেস্ট অভিষেক হয়েছিল কপিল দেবের ফয়সালাবাদে পাকিস্তানের বিরুদ্ধে। ১৯৮৯ সালে সচিন তেন্ডুলকরের টেস্ট অভিষেক হয় করাচিতে, প্রতিপক্ষ পাকিস্তান। সেই টেস্টটি আবার ছিল কপিলের শততম টেস্ট। কপিল দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট নেওয়ার পাশাপাশি প্রথম ইনিংসে ৫৫ রান করেছিলেন। টেস্ট ড্র হলেও কপিলই হয়েছিলেন ম্যাচের সেরা।
কপিলের জন্মদিনে সচিন যে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা রীতিমতো ভাইরাল। তবে তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ককে সোশ্যাল মিডিয়া মারফত শুভেচ্ছা জানালেন না ভারতের প্রাক্তন ও বর্তমান তারকা ক্রিকেটাররা। স্বাভাবিকভাবেই এর কারণ নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।
advertisement
advertisement
A ten-year-old boy saw Kapil Dev lifting the 1983 World Cup and started dreaming of winning another one for India. That boy was me. Happy birthday, Kapil Paaji! May you continue to inspire millions. pic.twitter.com/OSIKPqptNX
— Sachin Tendulkar (@sachin_rt) January 6, 2023
এদিন মাস্টার ব্লাস্টার টুইটারে একটি ছবি পোস্ট করেছেন যাতে দেখা যাচ্ছে কপিল দেব কিছু বলছেন, পিছনে দাঁড়িয়ে সচিন। সচিন লিখেছেন, ১০ বছরের একটি ছেলে কপিল দেবকে ১৯৮৩ সালে বিশ্বকাপ নিতে দেখেছিল। তখন থেকেই সে স্বপ্ন দেখা শুরু করেছিল ভারতকে আবারও বিশ্বকাপ এনে দেওয়ার। সেই ছেলেটি আমিই ছিলাম।
advertisement
কপিল পাজিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সচিন লিখেছেন, লাখো লাখো মানুষকে অনুপ্রাণিত করার ধারা আপনি বজায় রাখুন। স্পষ্ট কথা বলা কপিল দেব মাঝেমধ্যেই ভারতীয় দলের বর্তমান ক্রিকেটারদের গঠনমূলক সমালোচনা করেন। হয়তো সেটাই কপিলের জন্মদিনে তাঁদের নিরুত্তাপ থাকার কারণ। তবে কিরন মরে, সুরেশ রায়না, হরভজন শুভেচ্ছা জানিয়েছেন। আইপিএলের বিভিন্ন ফ্রাঞ্চাইজি জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রথম তারকা অলরাউন্ডারকে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 06, 2023 9:04 PM IST