মঙ্গলবার চেন্নাই ফেরে আইপিএল চ্যাম্পিয়ন সিএসকে। বিমানবন্দরে আগে থেকেই ভিড় জমিয়েছিলেন অসংখ্য মানুষ। সিএসকে পৌছতেই শুরু হয়ে যায় উৎসব। ফ্যানেদের উচ্ছ্বাস ও ভালবাসায় আপ্লুত সিএসকে ক্রিকেটাররা। রাস্তার দু-ধারে ভিড় করে দাঁড়িয়ে জনতা। সকলেই স্বাগত জানায় এমএস ধোনির দলকে। হোটেলে ফিরে সেখানে ব্যান্ডের ব্যবস্থা করা হয়। ব্যান্ডের তালে নাচতে দেখা যায় সিএসকে প্লেয়ারদের। শেষে কেকে কাটেন এমএস ধোনি। গোটা ভিডিও সিএসকের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ MS Dhoni: শান্তির-সুখের অবসর নয়, কঠিন চ্যালেঞ্জকেই বেছে নিলেন ‘বুড়ো’ ধোনি, ফ্যানেদের দিলেন উপহার
আইপিএল জেতায় আলাদা করে উৎসবের পকিল্পনা রযেছে চেন্নাইয়ের। ২দিন ধরে সেই উৎসব চলবে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন বর্তমানে জাপান সফরে গিয়েছেন। তিনি ফিরে চ্যাম্পিয়নদের সঙ্গে দেখা করবেন। ১ ও ২ জুন বিশেষ উৎসবের পরিকল্পনা রয়েছে। সেই সময় ধোনির দলকে সংবর্ধনা জানানো হবে। তবে সিএসকের পঞ্চম ট্রফি জয়ের পর থেকে গোটা রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে উৎসব। ফ্যানেদের আনন্দ আরও কয়েক গুন বাড়িয়ে দিয়েছে ধোনির এখনই অবসর না নেওয়ার সিদ্ধান্ত।