৩০ হাজার টাকা। এটাই তিনি পান বিসিসিআই থেকে পেনশন হিসেবে। তবে তাতে তাঁর সংসারের খরচ চলে না। বিনোদ কাম্বলি সম্প্রতি কাতর স্বরে দাবি করেছিলেন, ক্রিকেট সংক্রান্ত কোনও চাকরি পেলে তিনি ভালভাবে বাঁচতে পারতেন। পেনশনের ৩০ হাজার টাকায় তিনি আর সংসার চালাতে পারছেন না।
আরও পড়ুন- Virat Kohli : দশ বছরে প্রথম বার ব্যাট স্পর্শ করিনি! মানসিকভাবে কতটা বিধ্বস্ত ছিলেন জানালেন কোহলি
advertisement
কাম্বলির সেই দাবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলেছিলেন, উশৃঙ্খল জীবনযাপনের জন্যই বারবার কাম্বলিকে আর্থিক অনটনের মধ্যে পড়তে হয়েছে। মদ্যপান, বেহিসাবি খরচ তাঁকে এমন পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছে বলে দাবি করেছিলেন অনেকে।
কাম্বলির সেই সাক্ষাৎকার ভাইরাল হওয়ার পর মহারাষ্ট্রের এক ব্যবসায়ী তাঁকে চাকরির প্রস্তাব দিয়েছেন। প্রতি মাসে কান্বলিকে এক লাখ টাকা বেতনের চাকরি দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।
যদিও ক্রিকেট সংক্রান্ত কোনো কাজ নয়। কাম্বলিকে আর্থিক হিসাব-নিকাশের কাজ করতে হবে। এখনো কাম্বলির দিক থেকে এই নিয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি। কাম্বলি অবশ্য ক্রিকেট সংক্রান্ত কাজ চেয়ে মুমবই ক্রিকেট সংস্থার কাছে দরবার করেছেন।
৩০ হাজার টাকায় সংসার চলে না! কাম্বলির এই দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটার চাঁদু বোর্দে। তিনি এদিন বলেছেন, প্রাক্তন ক্রিকেটাররা পেনশন হিসেবে যা অর্থ পায় সেটা ভালই। ভারতীয় ক্রিকেট বোর্ড সব সময় ক্রিকেটারদের খেয়াল রাখে। এটা নিয়ে কারও কোনো অভিযোগ থাকার কথা নয়।’
আরও পড়ুন- Rohit Sharma : পাকিস্তানি ভক্তের অনুরোধ ফেলতে পারলেন না, জাল টপকে এসে সেলফি তুললেন রোহিত
এদিন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশংসাও করেন চাঁদু বোর্দে। তিনি বলেন, ভারতীয় ক্রিকেট সৌরভের হাতে যথেষ্ট সুরক্ষিত আছে। ও ভারতীয় ক্রিকেটের ভাল চায়।