TRENDING:

‘‘কোহলিকে জেলে পাঠানো হোক ’’.....! এমন মন্তব্য বলিউডের কোন অভিনেতার ?

Last Updated:

বলিউডের এই অভিনেতা বিতর্কিত এবং অবান্তর মন্তব্য করার জন্যই বিখ্যাত ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ওভালে পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভরাডুবির পর দেশের মানুষদের সমালোচনার ঝড় ধেয়ে এসেছে বিরাটদের দিকে ৷ টুর্নামেন্টের ফেভারিট মেন ইন ব্লু’রা এভাবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে উড়ে যাবেন, তা ভারতীয় সমর্থকদের কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল ৷ সোশ্যাল মিডিয়ায় বিরাটদের বিরুদ্ধে অনেকেই অনেক কিছু লিখেছেন ৷ কিন্তু বলিউডের এক অভিনেতা যা লিখলেন, তাতে সবারই চক্ষু চড়কগাছ ৷
advertisement

অভিনেতার নাম কামাল রশিদ খান বা কেআরকে ৷ নামটা শুনলেই তিনি কী বলতে পারেন, তার একটা আন্দাজ করতে পারছেন নিশ্চয় ৷ অতীতেও নানারকম বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোণামে এসেছেন তিনি ৷ বলা বাহুল্য তিনি বিতর্কিত এবং অবান্তর মন্তব্য করার জন্যই বিখ্যাত ৷ এবার তাঁর নিশানায় ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ৷ ট্যুইটারে কেআরকে লেখেন, ‘‘ ১৩০ কোটি ভারতীয়ের সম্মান বিক্রি করার জন্য কোহলিকে পুরোপুরি ক্রিকেট থেকে নির্বাসিত করা উচিত। তাঁকে গরাদের পিছনে দেখতে চাই।’’ এরপর আরও যোগ করেন, ‘‘ দলের প্রত্যেক খেলোয়াড়কেই পাকাপাকিভাবে নির্বাসিত করা উচিৎ ভারতীয়দের সম্মান নিয়ে এভাবে ছিনিমিনি খেলার জন্য।’’

advertisement

কামাল রশিদ খান

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
‘‘কোহলিকে জেলে পাঠানো হোক ’’.....! এমন মন্তব্য বলিউডের কোন অভিনেতার ?