এর আগেও ভারত-পাকিস্তান ম্যাচের আগে ভারতের ‘হার’ নিশ্চিত বলে ভবিষৎবাণী করেছিলেন অভয়। কিন্তু, সে ম্যাচ ভারত জেতার পরেই ইন্টারনেটে ট্রোলিং-য়ের শিকার হন তিনি।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন হতেই রোহিতের দিকে ছুটে এল ছোট্ট সামাইরা! তারপর? মুহূর্তে ভিডিও ভাইরাল
এবার আর সে পথে যাননি আইআইটি বাবা। রবিবার, ভারত-নিউজিল্যান্ড ম্যাচে ভারতের প্রতি নিজের ভাবনা প্রকাশ করেন তিনি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডল (কল্কি ওয়ার্ল্ড৭৭৭) থেকে বেশ কিছু পোস্ট করেন তিনি। প্রথম পোস্টে দেখা যাচ্ছে ভারতের জয়ের মুহূর্ত। সেখানে অভয় লিখেছেন, “জয়ের রঙ তো লেগে গিয়েছে, এবারে আবিরের রঙ লাগবে কিনা তাতে কিছু এসে যায় না।
advertisement
আরও একটি পোস্টে দেখা যায়, ভারতকে অভিনন্দন জানিয়ে তিনি পোস্ট করেছেন। তৃতীয় এবং শেষ পোস্টে এক মহিলাকে হাতে ভারতের তেরঙা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
আরও পড়ুন: দুই সারা-র সঙ্গে গেম ওভার! পুরোন প্রেমে সেরে এখন নতুন সুন্দরীতে মজেছে মন, শুভমানের গসিপ
প্রসঙ্গত, মহাকুম্ভের মেলার সময় থেকেই ভাইরাল হন আইআইটি বাবা ওরফে অভয় সিং। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক ম্যাচের আগে ভারত হেরে যাবে বলেছিলেন তিনি। সে ম্যাচে জিতে যায় ভারত। এছাড়াও, কিছুদিন আগে এক টিভি শোতে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। জয়পুরে গাঁজা-সহ পুলিশ আটক করে তাঁকে। পরে অবশ্য ছেড়ে দেয়। একাধিক বিষয়ে বারংবার শিরোনামে উঠে এসেছেন আইআইটি বাবা। এবার ভারত ট্রফি জেতার পর তাঁর এই পোস্ট ভাইরাল হতে শুরু করেছে।