Cricketer's Love Story: দুই সারা-র সঙ্গে গেম ওভার! পুরোন প্রেমে সেরে এখন নতুন সুন্দরীতে মজেছে মন, হাওয়ায় শুভমানের নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে গসিপ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Cricketer's Love Story: পুরনো লাভ স্টোরি ওভার, এবার জীবনে নতুন হট সেনসেশনাল গার্লফ্রেন্ড, তোলপাড় হচ্ছে নানা মহলে
: ভারতীয় ক্রিকেটের পিনআপ বয় তিনি৷ একদিকে ব্যাট হাতে যেমন তাঁর ঝকঝকে পারফরম্যান্স, ঠিক তেমনিই তাঁর অ্যাপিলও মহিলা ফ্যান মহলে দারুণ৷ তিনি শুভমান গিল৷ ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতা বছর পঁচিশের এই তরুণ দোলা দেন অসংখ্য মহিলার হৃদয়ে৷ তাঁর রিলেশনশিপ নিয়ে নানা মুচমুচে গসিপ হাওয়ায় ভাসতেই থাকে৷ বিভিন্ন সুন্দরীদের নাম তাঁর সঙ্গে যুক্ত হয়৷ সারা তেন্ডুলকর থেকে সারা আলি খান সকলের সঙ্গেই নাম জড়িয়েছে তাঁর৷ তবে বর্তমানে সারা পর্ব সেরে নতুন এপিসোডে এগোলেন শুভমান৷ বাজারে গসিপ অভিনেত্রী অবনীত কৌরের সঙ্গে প্রেম করছেন।
advertisement
advertisement
দুবাই স্টেডিয়াম থেকে অবনীত ম্যাচ দেখার ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ফ্যানরা ভারতীয় ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে তাঁর সম্পর্কের গুজব নিয়ে জল্পনা শুরু করে। অনেকেই তাঁর লুক নিয়েও মন্তব্য করেন। একজন লিখেছেন: "এটা কি শুভমানের কারণে?" এবং "তুমি কি এখানে ম্যাচ দেখতে এসেছো নাকি অন্য কেউ?", "ইহ ইসলিয়ে অ্যাটেন্ড কর রি হ্যায় তাকি কোই ক্রিকেটার পছন্দ কর লে," একজন ব্যবহারকারী লিখেছেন।
advertisement
advertisement
advertisement
২৩ বছর বয়সী সুন্দরী তাঁর কেরিয়ার শুরু করেছিলেন ডান্স ইন্ডিয়া ডান্স লিটল মাস্টার্স দিয়ে। পরে তাঁকে ডান্সকে সুপারস্টারস-এ দেখা গিয়েছিল। তিনি আলাদিন - নাম তো সুনা হোগা এবং চন্দ্র নন্দিনীর মতো শোতে অভিনয় করেন। তিনি ২০১২ সালে মেরি মা দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন এবং তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
advertisement