অস্ট্রেলিয়ার রানরেট ০.৪৭৫। ইংল্যান্ডকে হারিয়ে ২ পয়েন্ট পাওয়া আফগানিস্তানের রানরেট -০.৯৯। ফলে বাকি দুই দলের চেয়ে সেমিফাইনালে ওঠার রাস্তাটা কঠিন তাদের জন্য।
আরও পড়ুন- খেলবেন না রোহিত শর্মা? অনুশীলনে বাড়ল আশঙ্কা! ভারতীয় দলের বড় আপডেট
নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা জয় পেলে সমান ৫ পয়েন্ট নিয়ে তারা সেমিফাইনালে জায়গা করে নেবে, আর বিদায় নেবে আফগানিস্তান। গ্রুপের শীর্ষস্থান নির্ধারিত হবে নেট রানরেটের ভিত্তিতে। আপাতত সুবিধাজনক অবস্থানে প্রোটিয়ারা। শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩০০ রান করে যদি ১ রানে জয় পায় দক্ষিণ আফ্রিকা, তবে অস্ট্রেলিয়ার রানরেটে তাদের পেছনে ফেলতে একই রান করলে আফগানদের কমপক্ষে ৮৭ রানে হারাতে হবে।
advertisement
যদি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড জয় পায়:
সে ক্ষেত্রে ৫ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া শীর্ষ দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেবে। অন্যদিকে ৩ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল খেলবে।
যদি আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা জয় পায়:
আফগানিস্তান যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় এবং দক্ষিণ আফ্রিকাও ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পায়, তা হলে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবে সেমিফাইনালে যাবে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, আফগানিস্তানও ৪ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলবে।
যদি আফগানিস্তান ও ইংল্যান্ড জয় পায়:
সে ক্ষেত্রে আফগানিস্তান ৪ পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবে সেমিফাইনালে যাবে। দ্বিতীয় স্থান নিয়ে লড়াইটা হবে সমান ৩ পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা নেট রানরেটে অস্ট্রেলিয়ার চেয়ে অনেক এগিয়ে, তাই ইংল্যান্ডের কাছে খুব বড় রানে না হারলে তারাই সেমিফাইনালে যাবে।
আরও পড়ুন- ইংল্যান্ডকে হারাল আফগানিস্তান, ৮ রানে হেরে ইংলিশরা ছিটকে গেল চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে
যদি অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়:
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এই ম্যাচের দিনে লাহোরে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে এই ম্যাচ শেষ পর্যন্ত বাতিল হতে পারে। সে ক্ষেত্রে দুই দল পয়েন্ট ভাগাভাগি করবে। লাভ তাতে অস্ট্রেলিয়ার। ৪ পয়েন্ট নিয়ে অজিরা সেমিফাইনাল নিশ্চিত করবে।
অন্যদিকে, যদি দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে হারিয়ে দেয়, তবে শীর্ষ দল হিসেবে সেমিফাইনালে যাবে তারা। কিন্তু ইংল্যান্ড যদি জিতে যায় আর অন্য ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায় তবে দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানের পয়েন্ট সমান হয়ে যাবে। তখন ফের নেট রানরেটের হিসেব সামনে চলে আসবে। -০.৯৯ রানরেট নিয়ে বিশাল ব্যবধানে পিছিয়ে আছে আফগানরা। ফলে তাদের বিদায় এক প্রকার নিশ্চিত।