TRENDING:

উইকেট পড়ছিল না, রোহিত জার্সি ধরে ওটা কী 'মন্ত্র' পড়লেন! সঙ্গে সঙ্গে আউট!

Last Updated:

Ind vs Nz CT 2025 Final- এই ম্যাচে রোহিত শর্মা একটা সময় টেনশনে পড়ে যান। তখন বিপক্ষ দলের দুই ওপেনার বড় রানের জুটি গড়ার চেষ্টা করছিলেন। তার পর ম্যাচের মাঝখানে হঠাৎ করেই জার্সি ছুঁয়ে কিছু একটা মন্ত্র পড়তে শুরু করেন ভারতীয় অধিনায়ক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুবাই: বিজয়রথে চড়ে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছে টিম ইন্ডিয়া। আরেকটি ট্রফি জয়েক স্বপ্ন রোহিত শর্মার। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। এদিনও টস হারেন রোহিত। নিউজিল্যান্ডের টপ অর্ডার নড়িয়ে দেন ভারতীয় স্পিনাররা। শুরুতে নিউজিল্যান্ড ব্যাটাররা আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করছিলেন। তবে তাঁদের আত্মবিশ্বাসে চিড় ধরান ভারতীয় স্পিনাররা।
News18
News18
advertisement

এই ম্যাচে রোহিত শর্মা একটা সময় টেনশনে পড়ে যান। তখন বিপক্ষ দলের দুই ওপেনার বড় রানের জুটি গড়ার চেষ্টা করছিলেন। তার পর ম্যাচের মাঝখানে হঠাৎ করেই জার্সি ছুঁয়ে কিছু একটা মন্ত্র পড়তে শুরু করেন ভারতীয় অধিনায়ক। সেই ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন- IND vs NZ Final: ফাইনালে এটাই ভারত-নিউজিল্যান্ডের প্রথম একাদশ! ভাঙবে উইনিং কম্বিনেশন?

advertisement

রোহিত শর্মা টস হেরে ফিল্ডিং করতে নেমে শুরু থেকেই টেনশনে ছিলেন হয়তো! রাচিন রবীন্দ্র দুর্দান্ত ফর্মে ছিলেন। তার উপর মহম্মদ শামি এবং শ্রেয়াস আইয়ার দুটি ক্যাচ মিস করেন। পর পর ক্যাচ ড্রপ হওয়ায় রোহিত-বিরাটও মাথায় হাত দেন। তখনই মাঠে দাঁড়িয়ে জার্সিতে দুই হাত ঠেকিয়ে কিছু একটা মন্ত্র পড়তে শুরু করেন রোহিত। তার প্রার্থনার সেই ভিডিও এখন ভাইরাল।

advertisement

আরও পড়ুন- ফাইনালে ভারতের ব্যাটিং লাইন জানিয়ে দিলেন শুভমান গিল! চমক দিলেন সহ অধিনায়ক!

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

এদিন মহম্মদ শামি শুরু থেকে ফর্মে ছিলেন না। কিউই ব্যাটাররা তাঁকে খেলছিলেন স্বচ্ছন্দ্যে। তবে তাঁদের বিরক্ত করে তোলেন ভারতীয় স্পিনাররা। বরুণ চক্রবর্তীর প্রথম উইকেট। উইল ইয়ংকে ফাঁদে ফেলেন। এর পর সাফলয পান কুলদীপ যাদব। ৩৭ রানে রাচিন রবীন্দ্রকে আউট করেন তিনি। কেন উইলিয়ামসনকেও আউট করেন কুলদীপ। ১১ রান করে আউট হন উইলিয়ামসন।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
উইকেট পড়ছিল না, রোহিত জার্সি ধরে ওটা কী 'মন্ত্র' পড়লেন! সঙ্গে সঙ্গে আউট!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল