IND vs NZ Final: ফাইনালে এটাই ভারত-নিউজিল্যান্ডের প্রথম একাদশ! ভাঙবে উইনিং কম্বিনেশন? জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC Champions Trophy 2025 Final IND vs NZ: মেগা ফাইনালে ভারত ও নিউজিল্যান্ড দলের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে রয়েছে জল্পনা। উইনিং কম্বিনেশন ভাঙবে কিনা উভয় দল তা নিয়ে চলছে চর্চা।
দুবাই: আর কয়েক মুহূর্তের অপেক্ষা। তারপরই দুবাইতে মহারণ। শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর মেগা ফাইনাল। কাপ জয়ের যুদ্ধে আমনে-সামনে হবে ভারত ও নিউজিল্যান্ড। ২৫ বছর আগে এই নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরেই চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সুযোগ হাতছাড়া হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকরদের। এবার সেই বদলা নেওয়ার সুযোগ রোহিত শর্মা, বিরাট কোহলিদের সামনে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছিল ভারতীয় দল। ভারতের স্পিন অ্যাটাকের সামনে দাঁড়াতে পারেনি কিউই ব্যাটাররা। এবার ফের একবার ফাইনাসে স্পিন অস্ত্রেই বিপক্ষকে ঘায়েল করার ছক কষছে ভারতীয় দল। অপরদিকে, ভারতের কাছে গত ম্যাচে হারের ধাক্কা থেকে অভিজ্ঞতা নিয়ে ফাইনাল জয়ের ঘুঁটি সাজাচ্ছে ব্ল্যাক ক্যাপসরা। ভারতের স্পিন অস্ত্রেই পাল্টা বাজিমাত করতে চাইছে মিচেল স্যান্টনারের দল।
advertisement
মেগা ফাইনালে ভারত ও নিউজিল্যান্ড দলের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে রয়েছে জল্পনা। উইনিং কম্বিনেশন ভাঙবে কিনা উভয় দল তা নিয়ে চলছে চর্চা। শেষ মুহূর্তে উইকেট দেখে সিদ্ধান্ত নিতে পারে দুই দল। জানা যাচ্ছে শেষ দুটি ম্যাচ যেই উইকেটে হয়েছে তাতে হবে না ফাইনাল। ভারত-পাকিস্তান ম্যাচ যে উইকেটে হয়েছিল সেখানেই হবে ফাইনাল। কারন ১৪ দিন ধরে উইকেটটিকে গড়ে তোলার সময় পেয়েছে মাঠ কর্মীরা। স্পিনারদের পক্ষে সাহায্য থাকলেও ব্যাটারদের বদ্ধভূমি হবে না এই উইকেট।
advertisement
advertisement
আরও পড়ুনঃ IND vs NZ Final: ফাইনালেভারতের ব্যাটিং লাইন জানিয়ে দিলেন শুভমান গিল, চমক দিলেন সহ অধিনায়ক!
এক ঝলকে দেখে নিন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব / হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি।
advertisement
এক ঝলকে দেখে নিন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: উইল ইয়ং, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মিচেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, কাইল জেমিসন, উইল ও রর্ক।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 09, 2025 12:49 PM IST