TRENDING:

অনুষ্কার জীবনের সেরা সিনেমা! সেই 'চাকদহ এক্সপ্রেস' কি আর রিলিজ করবে না? বড় আপডেট

Last Updated:

Chakdah Xpress- অনুষ্কা শর্মার বহু প্রতীক্ষিত ছবি ‘চাকদা এক্সপ্রেস’ নিয়ে দর্শকদের উৎসাহ অনেক দিন ধরেই তুঙ্গে। কিন্তু ছবিটির রিলিজ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। এই ছবিতে অনুষ্কা অভিনয় করছেন ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর ভূমিকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : অনুষ্কা শর্মার বহু প্রতীক্ষিত ছবি ‘চাকদা এক্সপ্রেস’ নিয়ে দর্শকদের উৎসাহ অনেক দিন ধরেই তুঙ্গে। কিন্তু ছবিটির রিলিজ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। এই ছবিতে অনুষ্কা অভিনয় করছেন ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর ভূমিকায়। এটি একটি বায়োপিক, যা ঝুলনের জীবনের সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরবে।
News18
News18
advertisement

‘চাকদা এক্সপ্রেস’ নিয়ে অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যের মন্তব্য এবার শোরগোল ফেলল। News18-কে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য ছবির রিলিজ নিয়ে অনিশ্চয়তার কথা বলেছেন। তিনি এই ছবিতে অনুষ্কার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।

তিনি বলেছেন, “আপনারা যেমন এই ছবির রিলিজের অপেক্ষায় রয়েছেন, আমিও ঠিক তেমনই অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি বারবার লোকজনকে বলি… আমি এটা পরিচালকের বাড়িতে দেখেছিলাম। আমি ওঁকে বলেছিলাম, ছবিটা তো রিলিজ হচ্ছে না, আপনার কাছে আছে তো আছে, অন্তত আমাকে দেখান। ও বলেছিল, ছবিটা পুরোপুরি শেষ হয়নি, কিছু কাজ বাকি… কিন্তু আমি দেখেছি আর বলতেই হবে — ছবিটা অসাধারণ।”

advertisement

আরও পড়ুন- ক্রিকেটারের ছেলে, একটা সিনেমা করে দিল ‘হিরো’, ৪০টা সিনেমায় সই করেও জুটল ‘অপয়া’ তকমা!

দিব্যেন্দু এই ছবি নিয়ে অনুষ্কা শর্মার পারফরম্যান্সের প্রশংসা করে বলেন, “এটা অনুষ্কা শর্মার কেরিয়ারের এখনও পর্যন্ত সবচেয়ে ভাল অভিনয়। আমি সত্যিই বুঝতে পারছি না কেন ছবিটা রিলিজ করা হচ্ছে না!”

দিব্যেন্দু ভট্টাচার্য-কে জিজ্ঞাসা করা হয়, ‘চাকদা এক্সপ্রেস’ কি পুরোপুরি স্থগিত করা হয়েছে নাকি শুধু মুক্তি পিছিয়ে গেছে? তখন অভিনেতা বলেছেন, “আমার কাছে কোনও তথ্য নেই। যদি আমার কাছে সিনেমা নিয়ে কোনও খবর থাকত, তাহলে আমি আগেই জানাতাম। আমি সত্যিই কিছু জানি না। কারণ একদিকে রয়েছে ক্লিন স্লেট (প্রযোজনা সংস্থা), আর অন্যদিকে নেটফ্লিক্স। এই দু’পক্ষের মধ্যে ঠিক কী চলছে, সেটা আমার একেবারেই ধারণা নেই।”

advertisement

অভিনেতা নিজেই নিশ্চিত করে বলছেন যে ছবির মুক্তি নিয়ে তিনিও পুরোপুরি অন্ধকারে। ছবির রিলিজ কবে হবে, তা নিয়ে এখনও কোনও খবর নেই। এই প্রকল্পের প্রযোজক সংস্থা Clean Slate Filmz এবং স্ট্রিমিং পার্টনার Netflix, তারা কী সিদ্ধান্ত নিয়েছেন, তা দিব্যেন্দুর অজানা।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অভিনেতা আরও বলেছেন, “একজন অভিনেতা হিসেবে আমি চাই ছবিটা মুক্তি পাক। কারণ একটা সিনেমা বানাতে অনেক মানুষের পরিশ্রম জড়িয়ে থাকে। ছবির ফাইনাল প্রিন্ট পর্যন্ত পৌঁছানোটা আবেগে ভরা একটা যাত্রাপথ।”

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
অনুষ্কার জীবনের সেরা সিনেমা! সেই 'চাকদহ এক্সপ্রেস' কি আর রিলিজ করবে না? বড় আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল