TRENDING:

Arshdeep Singh: অর্শদীপকে খালিস্তানি বানাল উইকিপিডিয়া,ক্ষুব্ধ কেন্দ্র! কারসাজির পিছনে পাকিস্তান

Last Updated:

অর্শদীপের এই কাণ্ডের সঙ্গে অবশ্য গত অক্টোবর মাসে মহম্মদ শামির ঘটনারও মিল খুঁজে পাচ্ছেন অনেকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে সহজ ক্যাচ ফস্কেছিলেন৷ চিরশত্রুর বিরুদ্ধে হারের জন্য তাঁকেই দায়ী করছেন ভারতীয় সমর্থকরা৷ এ পর্যন্ত ঠিকই ছিল৷ কিন্তু জাতীয় দলের তরুণ পেসার অর্শদীপ সিং-কে এই ভুলের জন্য একেবারে খালিস্তানি তকমা সেঁটে দেওয়া হল৷ তাও আবার একেবারে জাতীয় ক্রিকেটারের উইকিপিডিয়া পেজে৷
অর্শদীপের ক্যাচ ফেলার সেই মুহূর্ত৷
অর্শদীপের ক্যাচ ফেলার সেই মুহূর্ত৷
advertisement

ভারতীয় পেসারের উইকিপিডিয়া পেজে তাঁকে খালিস্তানি বলে উল্লেখ করার ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ কেন্দ্রীয় সরকার৷ কীভাবে জাতীয় দলের একজন ক্রিকেটারকে বিচ্ছিন্নতাবাদী খলিস্তানি আন্দোলনের সঙ্গে যুক্ত বলে উইকিপিডিয়া পেজে উল্লেখ করা হল, তার ব্যাখ্যা চেয়ে উইকিপিডিয়ার দুই কর্তাকে তলব করেছে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক৷

সূত্রের খবর, অর্শদীপকে খালিস্তানি বলে উইকিপিডিয়া পেজে উল্লেখ করার পিছনেও পাকিস্তানি যোগ রয়েছে৷ কেন্দ্রীয় সরকারের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অর্শদীপের উইকিপিডিয়া পেজে রদবদলের পিছনে পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস বা আইএসপিআর রয়েছে৷ পাকিস্তানের সশস্ত্র বাহিনীর জনসংযোগ এবং সংবাদমাধ্যম শাখা হিসেবে কাজ করে আইএসপিআর৷

advertisement

আরও পড়ুন: ক্যাচ মিস, ম্যাচ মিস! পাকিস্তানকে বদলা নেওয়ার সুযোগ করে দিল রোহিতের ভারত

জানা গিয়েছে, যে আইপি অ্যাড্রেস থেকে পাকিস্তানি সামরিক বাহিনী সঙ্গে পরভেজ মুশারফের সম্পর্ক উইকিপিডিয়া পেজ মুছে দেওয়া হয়েছিল, অর্শদীপের উইকিপিডিয়া পেজও সেই আইপি অ্যাড্রেস ব্যবহার করে এডিট করা হয়েছে৷

এই ঘটনায় উইকিপিডিয়ার কর্তাদের জিজ্ঞাসাবাদের পর তাঁদের শো কজও করতে পারে কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রীয় সরকারের অভিযোগ, অর্শদীপের উইকিপিডিয়া পেজে এই কারসাজি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে৷ পাশাপাশি, তরুণ ওই ক্রিকেটারের পরিবারের নিরাপত্তার পক্ষেও এই তথ্য ঝুঁকির হতে পারে৷

advertisement

অর্শদীপের উইকিপিডিয়া পেজের এডিট হিস্ট্রি অনুযায়ী, নামহীন একজন উইকিপিডিয়া ব্যবহারকারী অর্শদীপের পেজে ইন্ডিয়া শব্দটির বদলে খালিস্তানি শব্দটি একাধিক জায়গায় বসিয়ে দেয়৷ কিন্তু ১৫ মিনিটের মধ্যেই এই পরিবর্তনগুলি মুছে ফেলে উইকিপিডিয়া৷ রবিবারের ম্যাচের ১৮তম ওভারে পাক ব্যাটার আসিফ আলির সহজ ক্যাচ ফেলে দেন অর্শদীপ৷ শেষ পর্যন্ত এশিয়া কাপের সুপার ফোরের এই গুরুত্বপূর্ণ ম্যাচে জিতে যায় পাকিস্তান৷ এর পরেই সমর্থকদের কাছে ভিলেন হয়ে ওঠেন অর্শদীপ৷ সেই আগুনে ঘি ঢালে ক্রিকেটারের উইকিপিডিয়া পেজে তাঁকে খলিস্তানি বলে উল্লেখ৷

advertisement

অর্শদীপের এই কাণ্ডের সঙ্গে অবশ্য গত অক্টোবর মাসে মহম্মদ শামির ঘটনারও মিল খুঁজে পাচ্ছেন অনেকে৷ সেবারেও পাকিস্তানের বিরুদ্ধে ভারত হারার পর উদ্দেশ্যপ্রণোদিত ভাবে শামির ধর্ম নিয়ে উস্কানিমূলক মন্তব্য করা হয়েছিল৷ সেবারেও আইএসপিআর-এর যোগ পাওয়া গিয়েছিল৷

অর্শদীপের উইকিপিডিয়া পেজে করা কারসাজির ফরেন্সিক বিশ্লেষণেও দেখা যাচ্ছে, ম্যাচ চলাকালীন অর্শদীপ ক্যাচ ফেলা মাত্রই রাত ১১.০৫ মিনিটে @7cking_Mad নামে একটি অ্যাকাউন্ট থেকে অর্শদীপকে খলিস্তানি বলে উল্লেখ করে একটি ট্যুই করা হয়৷

advertisement

এর পরেই একই ধারায় পরের পর ট্যুইট পোস্ট হতে শুরু করে৷ প্রতিটি ট্যুইটেই অর্শদীপকে খালিস্তানি বলে উল্লেখ করা হয়৷ আবার নাসিম আক্রম নামে পাকিস্তানের এক ট্যুইটার ব্যবহারকারীর হ্যান্ডেল থেকে জিজ্ঞেস করা হয়, অর্শদীপকে খলিস্তানি বলে ট্রেন্ড করাতে হবে কি না?

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

এ সবের মধ্যেই ওয়াজাট এস খান নামে আইএসপিআর-এর সহযোগী এবং নিউ ইয়র্কের নিক্কেই এশিয়ার ডিজিটাল এডিটপ ওয়াজাহাত এস খান ট্যুইটারে লেখেন, 'অর্শদীপ পাকিস্তানের মদতপুষ্ট খলিস্তান আন্দোলনের অংশ, এটা পরিষ্কার৷' পাকিস্তানের নাজরিয়াতি দলের চেয়ারম্যান শাহহিয়ার সিয়ালভিও অর্শদীপকে খালিস্তানি বলে উল্লেখ করে ট্যুইট করেন৷ যদিও অর্শদীপের পাশে দাঁড়িয়ে ট্যুইট করেন প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং৷ ট্যুইটারে তিনি স্পষ্ট লেখেন, 'কেউই ইচ্ছাকৃত ভাবে ক্যাচ ফেলে না৷'

বাংলা খবর/ খবর/খেলা/
Arshdeep Singh: অর্শদীপকে খালিস্তানি বানাল উইকিপিডিয়া,ক্ষুব্ধ কেন্দ্র! কারসাজির পিছনে পাকিস্তান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল