এশিয়া কাপ ২০২২-এর সুপার-ফোর রাউন্ডে বুধবার আফগানিস্তানকে হারিয়েছে পাকিস্তান। এই জয়ের ফলে ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান
p style="text-align: justify;">পাকিস্তানের ম্যাচ জেতা এবং এশিয়া কাপ ফাইনালে জায়গা নিশ্চিত করার আনন্দে পাশের দেশের মানুষ উদযাপন করেছেন। জয়ের আনন্দে পাকিস্তানের অনেক শহরে শূন্যে গুলি চালানোর ঘটনা ঘটেছে। জয় উদযাপনের মধ্যে পেশোয়ার শহরে গুলিবিদ্ধ হয়ে দুজনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। ৪১ জনকে পুলিশ হেফাজতে নিয়েছে এরই মধ্যে।
advertisement
আরও পড়ুন- আফগানিস্তান-পাকিস্তান ম্যাচে মারামারি, ব্যাট উঁচিয়ে গেলেন আসিফ আলি, ধাক্কাধাক্কি
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে পেশোয়ার শহরের মাতনি আদেজাই এলাকায়। কিছু মানুষ পাকিস্তানের ম্যাচ জয়ের আনন্দ উদযাপন করছিলেন সেখানে। আর সেই আনন্দের উদযাপন চলছিল উগ্রভাবে। কিছু লোক বন্দুক থেকে শূন্যে গুলি চালিয়েছিলেন। তাতেই দু’জন গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সুদাইস নামে এক ব্যক্তি মারা যান। মাটনিতে আরেক ব্যক্তি, যাঁর নাম খৈয়াম তিনিও প্রাণ হারান।
অন্যদিকে, আরও অনেক এলাকা থেকে শূন্যে গুলি চালানোর ঘটনার কথা সামনে এসেছে। পুলিশ জানিয়েছে, দলজাক রোড, নথিয়া ও কোটলা মহসিন খানে শূন্যে গুলি চালানোয় তিনজন মহিলা গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, একের পর এখ শহর জুড়ে বিভিন্ন থানার অন্তর্গত এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটেছে। পুলিশ একই মধ্যে মোট ৪১ জনকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন- 'গুরু' গ্রেগ চ্য়াপেল তাঁর প্রিয় শিক্ষক! সৌরভের এক টুইটে হইচই পড়ে গেল
অন্যদিকে, অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান শুরুর দাবি জানাচ্ছেন নিহতের স্বজনরা। মৃতদের পরিজনরা বলেছেন, অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান শুরু করতে হবে পুলিশকে। যাঁদের অস্ত্রের লাইসেন্স নেই তাঁদের অস্ত্র জমা দিতে হবে। এমনই দাবি তুলেছেন তাঁরা।
