ইংল্যান্ডের বিরুদ্ধে গত মার্চে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও রোহিত শর্মার সঙ্গে ওপেন করেন কোহলি। সেই ম্যাচে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। তাঁর ব্যাট থেকে এসেছিল ৫২ বলে অপরাজিত ৮০ রান। ওপেনিং জুটিতে ৯ ওভারে ৯৪ রান উঠে গিয়েছিল। ভারত ২২৪ রানের বড় স্কোরও খাড়া করেছিল ইংল্যান্ডের সামনে। বিরাট আগে ইঙ্গিতও দিয়েছিলেন, টি-টোয়ন্টিতে তিনি নিয়মিত ওপেন করার কথা ভাবছেন।
advertisement
আরও পড়ুন - Messi vs Man City : প্রাক্তন গুরুর বিরুদ্ধে আজ নতুন লড়াই লিও মেসির
টি-টোয়ন্টি বিশ্বকাপের দলে এমনিতে ওপেনার নিয়ে ভারতের চিন্তার কিছু নেই। শিখর ধাওয়ান না থাকলেও দলে রয়েছেন কেএল রাহুল এবং রোহিত শর্মা।এছাড়াও রয়েছেন ঈশান কিষান। তবে সাবা করিম মনে করছেন, বিরাটের ওপেন করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ভারত অধিনায়ক ওপেন করলে দল প্রয়োজন মতো একজন বাড়তি ব্যাটসম্যান বা বোলারও খেলাতে পারবে।
আইপিএল-এর দ্বিতীয় পর্ব শুরু হওয়ার পরে কোহলি ওপেন করতে নেমে দুটি অর্ধশতরান করেছেন। মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তিনি ৪১ বলে ৫৩ রান করেছেন। রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তিনি ৪২ বলে ৫১ রান করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলি ওপেন করতে পারেন। এমনই মনে করছেন সাবা করিম।
সম্প্রতি টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি ওপেন করছেন। সেখানে তার ব্যাটিং দেখে ভারতের এই প্রাক্তন উইকেটরক্ষক মনে করছেন বিশ্বকাপেও কোহলি ওপেন করবেন। তাছাড়া টি টোয়েন্টি ফরম্যাটে যেহেতু প্রথম থেকে একজন ব্যাটসম্যান যদি শেষ পর্যন্ত থাকতে পারেন, বলা হয় বড় রান তোলার ক্ষেত্রে সেটাই আদর্শ। তাই এই দায়িত্ব বিরাট এবং রোহিত ভাগ করে নিতে চান।