TRENDING:

KKR, CAB : কেকেআরের দলে বেশি করে বাংলার ছেলেদের চায় সিএবি! আলোচনা করবেন প্রেসিডেন্ট

Last Updated:

CAB president Avishek Dalmiya will plead KKR management to include more Bengal cricketers. কেকেআরের দলে বেশি করে বাংলার ছেলেদের চায় সিএবি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কেকেআরের দলে বেশি করে বাংলার ছেলেদের চায় সিএবি
কেকেআরের দলে বেশি করে বাংলার ছেলেদের চায় সিএবি
advertisement

আরও পড়ুন - Sachin Tendulkar, IPL : সচিনের সেরা আইপিএল একাদশে বাদ রোহিত, বিরাটরা ! চমক দিলেন মাস্টার

এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায়, লক্ষ্মীরতন শুক্ল, ঋদ্ধিমান সাহা, দেবব্রত দাস, মনোজ তিওয়ারির মতো ক্রিকেটারদের কেকেআর-এর জার্সি গায়ে দেখা গিয়েছে। কিন্তু ইদানিং কলকাতা দলে বাংলার ক্রিকেটারদের দেখাই যাচ্ছে না। আসলে দীর্ঘ কয়েক বছর ধরে কলকাতা নাইট রাইডার্স টিমের মধ্যে একটা ট্রেন্ড দেখা গেছে, তারা নিজেদের দলে খুব কম সংখ্যক বাংলার ক্রিকেটারদের সুযোগ দিয়েছে।

advertisement

কোনও কোনও মরশুমে তো বাংলার কোনও ক্রিকেটারকেই তারা সুযোগ দেয় না। যদিও রিঙ্কু সিং-এর মতো প্রতিভাবান ক্রিকেটারদের তারা দিনের পর দিন সুযোগ দিয়ে থাকে। এবার বাংলা ক্রিকেটারদের জন্যই এগিয়ে এলেন সিএবি-র সভাপতি অভিষেক ডালমিয়া। চলতি আইপিএল-এ বাংলার তারকা ক্রিকেটাররা প্রমাণ করেছে যে তারাও কারোর থেকে কম নয়।

ঋদ্ধিমান সাহা থেকে মহম্মদ শামি, এছাড়াও তালিকায় রয়েছেন শাহবাজ আহমেদের নাম, প্রত্যেকেই নিজেদের আইপিএল-এ প্রমাণ করেছেন। তবে তারা কেউই কেকেআর-এর দলের হয়ে খেলেননি। এমন অবস্থায় কলকাতা নাইট রাইডার্সও বাংলার কোনও ক্রিকেটারকে সুযোগ দেয়নি। এবার তাই কেকেআর কর্তাদের কাছে এই বিষয়টি তুলে ধরবেন সিএবির সভাপতি।

advertisement

এমন অবস্থায় সিএবি-র সভাপতি জানিয়ে দিলেন, তিনি শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্টের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন। অভিষেক ডালমিয়া জানিয়েছেন, আমরা কেকেআর দলে আরও বেশি করে বাংলার ক্রিকেটারদের দেখতে চাই। আমি এই বিষয়টা তুলে ধরব।

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে থমকে দাঁড়াচ্ছেন পর্যটকরা! আচমকা আবার হলটা কী? কাতারে কাতারে মানুষ ছুটছে
আরও দেখুন

ট্যালেন্ট সার্চ কমিটি এই বিষয়টা দেখবে যাতে বাংলার উপযু্ক্ত ছেলেরা কেকেআর দলে জায়গা পায়। এই মুহূর্তে ভারতবর্ষের ঘরোয়া ক্রিকেটে বাংলা ধারাবাহিক দল। কেকেআরে এমন অনেক অযোগ্য ক্রিকেটার রয়েছেন যাদের তুলনায় বাংলা দলের ক্রিকেটারদের যোগ্যতা বেশি। আর অপেক্ষা সহ্য করতে রাজি নয় সিএবি।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
KKR, CAB : কেকেআরের দলে বেশি করে বাংলার ছেলেদের চায় সিএবি! আলোচনা করবেন প্রেসিডেন্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল