সোমবার সন্ধ্যায় সিএবির অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী ২০ সেপ্টেম্বর হবে সিএবির বার্ষিক সাধারণ সভা। বাইপাসের ধারে একটি পাঁচতরা হোটেলে আয়োজিত হবে এজিএম। কিংবদন্তি জগমোহন ডালমিয়ার প্রয়াণ দিবসের দিনই এবার হতে চলেছে সিএবির এজিএম। সিএবির সংবিধান অনুযায়ী প্রত্যেকদিন তিন বছর পর নতুন কমিটি গঠন করা হয়। স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে যে কমিটি বর্তমানে রয়েছে তার মেয়াদ শেষ হয়ে যাবে সেপ্টেম্বরে। ফলে বার্ষিক সাধারণ সভায় সভাপতি, সহ-সভাপতি, সচিব, যুগ্ম সচিব, কোষাধক্ষ্যদের নাম চূড়ান্ত হবে।
advertisement
যেখানে এবার নির্বাচনের সম্ভাবনা প্রবল। শেষ পর্যন্ত নির্বাচন হবে কিনা, সময় বলবে। কিন্ত অ্যাপেক্সের বৈঠকে এজিএমের দিন ঘোষণার পর বাংলা ক্রিকেট সংস্থার শাসক ও বিরোধী, দুই শিবিরেই উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। তবে ময়দানের জোর গুঞ্জন, শেষ পর্যন্ত ভোটাভুটি না হয়ে সর্বসম্মত ভাবে সভাপতি পদে বসতে পারেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এর আগেও সিএবির সভাপতি পদে ছিলেন মহারাজ। তারপর ২০১৯ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হন।
তবে সৌরভ সভাপতি পদে দাঁড়ালে ভোটাভুটি হবে না বলেই যেমন ময়দানের খবর। ঠিক তেমনি বাকি পদের জন্য শাসক এবং বিরোধী দু পক্ষের মধ্যে সমঝোতা হবে নাকি ভোটাভুটি? তার উত্তর দেবে সময়। তবে অনেকেই বলছেন, এত আগে থেকে সিএবি-র অঙ্ক নিয়ে পূর্বাভাস করা সম্ভব নয়। কারণ, সমীকরণ বদলে যেতে লাগে কয়েক ঘণ্টা। এরমধ্যেই অ্যাপেক্সের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী ৩০ অগাস্ট হবে সিএবির বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।
এদিকে এদিনের অ্যাপেক্স বৈঠকে উত্তর পল্লী মিলন সংঘের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আলোচনা হয়। ক্লাবের বিরুদ্ধে অভিযোগ জমা করে যে, ক্লাবের বার্ষিক সাধারণ সভা হচ্ছে না কয়েক বছর। যে কারণে তাদের অনুদান আটকে দিয়েছিল সিএবি। এই ক্লাবের প্রতিনিধি সিএবি-র ভাইস প্রেসিডেন্ট অমলেন্দু বিশ্বাস। অভিযোগ জমা হওয়ার পর সিএবি-র ওম্বাডসম্যান বিষয়টি এপেক্স কাউন্সিলে পাঠান।
তবে এদিন উত্তরপল্লি মিলন সংঘের পক্ষ থেকে সমস্ত খরচের হিসেব পেশ করা হয়েছে। সোমবারের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে দিয়ে হিসেব পরীক্ষা করে নেওয়া হলেই আটকে থাকা অনুদান পেয়ে যাবে ক্লাবটি। এছাড়াও এই দিনের বৈঠকে অ্যাপেক্স কাউন্সিলের কয়েকজন সদস্য সিএবি কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তীর বিরুদ্ধে সম্প্রতি ওঠা স্বার্থের সংঘাত ও তার ক্লাবের টাকা আত্মসাৎ করার গুরুতর অভিযোগ নিয়ে আলোচনা করতে চান। তবে এজেন্ডায় না থাকায় এদিন সেই নিয়ে বিশেষ কোন আলোচনা হয়নি। Input- Eeron Roy Burman