ঝুলন গোস্বামীর নামে ক্রিকেটের নন্দনকাননে এবার স্ট্যান্ড। ইডেনের গ্যালারিতে ঝুলন গোস্বামী স্ট্যান্ড চালু হতে চলেছে। পৃথিবীর বিভিন্ন স্টেডিয়ামে গ্যালারিতে স্ট্যান্ডের নামকরণ করা হয়, প্রাক্তন বিখ্যাত খেলোয়াড়দের নাম অনুযায়ী। ক্রিকেট আঙিনায় সেই তালিকায় যেমন, ডন ব্র্যাডম্যান থেকে সচিন তেন্ডুলকারদের মতো বিভিন্ন কিংবদন্তি খেলোয়াড়। সেই ঐতিহ্যকে বজায় রেখে সৌরভ গঙ্গোপাধ্যায়, অভিষেক ডালমিয়ারা ইডেনের গ্যালারি স্ট্যান্ডের নামকরণের উদ্যোগ নিয়েছিলেন বছর খানেক আগেই। পঙ্কজ রায়, সৌরভ গঙ্গোপাধ্যায় সহ সিএবির প্রশাসনিক দুই কর্তা বিশ্বনাথ দত্ত এবং জগমোহন ডালমিয়ার নামে ইডেনের বিভিন্ন স্ট্যান্ডের নামকরণ করা হয়। এর পাশাপাশি ইডেন যেহেতু আর্মির অধীনে রয়েছে। তাই ভারতীয় সেনার কয়েকজন সেনা আধিকারিক এর নামেও ইডেনের গ্যালারি স্ট্যান্ডে নামকরণ করা হয়েছিল।
advertisement
এবার সৌরভ পঙ্কজ রায়দের পাশে জায়গা পেতে চলেছেন ঝুলন গোস্বামীও। ইতিমধ্যেই অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে বিষয়টি পাশ হয়েছে। ঝুলন ছাড়াও একজন সেনা আধিকারিক এর নামে নতুন করে স্ট্যান্ডের নামকরণ হবে। ইডেনের বি ব্লকে ঝুলন গোস্বামী স্ট্যান্ড হতে চলেছে বলে জানান সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। আগামী বছর শুরুতে ২২শে জানুয়ারি ইডেনে আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হবে ভারত বনাম ইংল্যান্ড। সেই ম্যাচের আগেই ঝুলন গোস্বামী নামের স্ট্যান্ড চালু হতে পারে বলে খবর।
আরও পড়ুনঃ KKR News: কেকেআর নিচ্ছে ৫ ভারতীয় বোলারকে! পেস ও স্পিন বিভাগে মেগা চমক!
নিজের নামে ইডেনে স্ট্যান্ড হতে চলেছে এই খবর নিউজ18 বাংলার কাছ থেকেই প্রথম শোনেন ঝুলন। প্রাক্তন ভারতীয় অধিনায়ক ঝুলন গোস্বামী জানান, “আমি আপ্লুত-আবেগতাড়িত। এই সম্মান বিরাট। বাংলার কর্তাদের অসংখ্য ধন্যবাদ আমার নাম বিবেচনা করার জন্য। আমি ভাবতেই পারিনি আমার নামে গ্যালারিতে স্ট্যান্ড হবে। ছোট থেকে যখন খেলতাম এরকম অনেকের নামেই স্ট্যান্ড এর কথা দেশ-বিদেশে শুনেছি দেখেছি। কোনদিনও স্বপ্নেও ভাবিনি আমার নামে একদিন গ্যালারিতে নামকরণ হবে। সিএবি কর্তাদের অসংখ্য ধন্যবাদ, আমাকে সম্মান জানানোর জন্য। সৌরভ গঙ্গোপাধ্যায় পঙ্কজ রায়দের সঙ্গে আমার নামে স্ট্যান্ড এটা ভেবেই আমি শিহরিত। আশা করব কোন একদিন আমার নামাঙ্কিত স্ট্যান্ডে বসেই ইডেনে ম্যাচ দেখব।”