বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই দুই দেশের সীমান্ত বাহিনী সদা সতর্ক থাকে চোরাচালান ও সমস্ত রকমের অবৈধ কার্যকলাপ রুখতে। একইসঙ্গে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে দুই বিএসএস-বিজিবি একাধিক বার বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখার সাক্ষী থেকেছে সীমান্ত। এই সম্পর্ক অটুট রাখাতেই আয়োজিত হল দুই দেশের বাহিনীর মধ্যে ভলি বল প্রতিযোগিতা।
আরও পড়ুন - Siliguri News: মাত্র ১৫০০ টাকায় এসি! শিলিগুড়ি থেকে কাঠমান্ডু বাস পরিষেবা চালু করছে সরকার
advertisement
সোমবার ছিল এই প্রতিযোগিতার শেষ দিন তথা দ্বিতীয় ম্যাচ। গেদে সীমান্তে ৫৪ নম্বর ব্যাটেলিয়নে অনুষ্ঠিত হয় এদিনের ম্যাচ। ৫০ মিনিটের এই খেলায় শেষ ম্যাচটিও জিতে প্রতিযোগিতায় জয় লাভ করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। প্রতিযোগিতার প্রথম ম্যাচটি হয়েছিল ২৮ জুন। ১৫৩ ব্যাটেলিয়নের ঘোজাডাঙার ম্যাচে জিতে এগিয়ে ছিল বাংলাদেশ।
সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের পক্ষ থেকে ম্যাচের উদ্বোধন করেছিলেন ইন্সপেক্টর জেনারেল অতুল ফুলঝেলে। ম্যাচের সময় উপস্থিত ছিলেন ডিআইজি অমরিশ কুমার আর্য ও অন্যান্য কর্মকর্তারা। বাংলাদেশের তরফে ছিলেন মহিউদ্দিন মহম্মদ জাবেদ, সেক্টর কম্যান্ডার কুস্তি ও ২৪ জন বিজিবি সদস্য। এদিন প্রতিযোগিতা শেষে জয়ী টিমের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। এই প্রতিযোগিতা দুই দেশের সীমান্ত রক্ষাকারীদের মধ্যে আরও সুসম্পর্ক তৈরি করল বলেই মত দুই দেশের সীমান্ত বাহিনীর কর্তাদের। তাদের বক্তব্য, এই ম্যাচ ও প্রতিযোগিতা দুই দেশের বাহিনীর কাজে আরও উৎসাহ নিয়ে আসবে।
Amit Sarkar
