TRENDING:

প্লে অফের দৌড়ে ভালমতোই ঢুকে পড়েছে পুণে

Last Updated:

গুজরাত লায়ন্স: ১৬১ ( ১৯.৫ ওভার) রাইজিং পুণে সুপারজায়ান্টস: ১৬৭/৫ ( ১৯.৫ ওভার)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুজরাত লায়ন্স: ১৬১ ( ১৯.৫ ওভার)
advertisement

রাইজিং পুণে সুপারজায়ান্টস: ১৬৭/৫ ( ১৯.৫ ওভার)

১ বল বাকি থাকতেই ৫ উইকেট জয়ী রাইজিং পুণে সুপারজায়ান্টস

#পুণে: শুরুটা খারাপ হলেও ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে রাইজিং পুণে সুপারজায়ান্টস ৷ পরপর বেশ কয়েকটি ম্যাচ জিতেই এবার কলকাতায় পা রাখছে এই শহরেরই মালিকের টিম পুণে ৷ সোমবার মে দিবসের দিন গুজরাতকে ৫ উইকেটে হেলায় হারাল স্মিথ বাহিনী ৷ ১ বল বাকি থাকতেই নির্ধারিত টার্গেটে পৌঁছে যায় পুণে ৷

advertisement

ঘরের মাঠে এদিন টস জিতে ঘরের মাঠে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল সুপার জায়ান্টস। প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে অল-আউট হয়ে যায় গুজরাত লায়ন্স। ওপেন করতে এসে ২৪ বলে ৩১ রান করে আউট হন ঈশান কিষাণ। অপর ওপেনার ব্রেন্ডন ম্যাকালাম করেন ২৭ বলে ৪৫ রান। তিন নম্বরে ব্যাট করতে এসে অধিনায়ক সুরেশ রায়না মাত্র ৮ করে রান আউট হয়ে যান। এর পর আর কোন ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি। অ্যারন ফিঞ্চ ১৩, ডোয়েন স্মিথ ০, দীনেশ কার্তিক ২৯, রবীন্দ্র জাডেজা ১৯, ফকনার ৬, সাঙ্গওয়ান ১ ও অঙ্কিত সোনি ০ রানে ফেরেন প্যাভিলিয়নে। গুজরাতকে ১৬১ রানে আটকে রাখার পর ব্যাট হাতে দলকে একাই জেতালেন বেন স্টোকস ৷ ৬৩ বলে ১০৩ রানে অপরাজিত  থেকে যান এবারের আইপিএলে সবচেয়ে বেশি দাম পাওয়া এই ইংল্যান্ডের ক্রিকেটার ৷ ১০ ম্যাচ খেলে ৬টি-তে জিতে এখন পুণের সংগ্রহ ১২ পয়েন্ট ৷ লিগ টেবলে হায়দরাবাদের ঠিক নীচে চার নম্বরে রয়েছে তারা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
প্লে অফের দৌড়ে ভালমতোই ঢুকে পড়েছে পুণে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল