“তিনি (Lucio) স্থিতিশীল, সচেতন এবং সমস্ত প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছেন,” খেলোয়াড়ের Instagram অ্যাকাউন্টে একটি বিবৃতিতে বলা হয়েছে।
ব্রাসিলিয়ার এক হাসপাতালে লুসিও চিকিৎসাধীন। ৪৭ বছর বয়সী লুসিও বৃহস্পতিবার দুর্ঘটনার পর ভর্তি হয়েছেন। লুসিওর স্ত্রী, ব্রাজিলের মিডিয়া O Globo-কে জানিয়েছেন, চিমনি বিস্ফোরণের জেরে দুর্ঘটনার কবলে পড়েন তাঁর স্বামী। বায়োইথানল পরিচালিত সেই চিমনি বিস্ফোরণের পর অগিদগ্ধ হন লুসিও। কিছুক্ষণের জন্য তিনি জ্ঞান হারান বলেও জানা যায়। শরীরের বেশ কিছু জায়গা পুড়ে গিয়েছে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। তবে তাঁকে আইসিইউতে রাখা হয়েছে।
advertisement
আরও পড়ুন- ‘২ পয়সার জোকার বিরাট কোহলি’! গায়ক রাহুল বৈদ্য এবার যা বললেন, আবার ‘ধামাকা’
২০০২ সালে Brazil এর শেষ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন লুসিও। ২০২০ সালে অবসর গ্রহণ করেন তিনি। ইউরোপীয় হেভিওয়েট Bayern Munich এবং Inter Milan-এর হয়ে খেলেছেন তিনি। ২০১০-এ ইন্টার মিলান যখন চ্যাম্পিয়ন্স লিগ জেতে, তখন সেই দলে ছিলেন লুসিও। বায়ার্নের হয়ে বুন্দেশলিগা জিতেছেন। এছাড়া জিতেছেন কনফেডারেশন কাপ। কোপ্পা ইটালিয়া, চ্যাম্পিয়ন্স লিগ, সুপারকোপা ইটালিয়ানা এবং ক্লাব বিশ্বকাপ জিতেছেন। ভারতে এসে আইএসএলে খেলেছেন লুসিও। ২০১৫-১৬ মরশুমে গোয়ার হয়ে ১৬টি ম্যাচ খেলেছিলেন তিনি।