ব্রাজিল বনাম আর্জেন্টিনা বিশ্বকাপে দেখা হয়নি বহু বছর। এবার হবে কিনা সময় বলবে। মরুর বুকে বিশ্ব আসরের এমন মুহূর্তেই সেলেসাওদের বিশ্বকাপের শিরোপা জয়ের জন্য গলা ফাটাচ্ছেন ব্রাজিলের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট লুলা দ্যা সিলভা। তবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে বিশ্বকাপে ফেভারিট হিসেবে মনে করেন না তিনি।
আরও পড়ুন - `আর্জেন্টিনা দলের কথা লিখুন, আমাকে ফোকাস করবেন না' ! ইতিহাস তৈরি করে বললেন মেসি
advertisement
ব্রাজিলের করিন্থিয়াসে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন সিলভা। তবে ব্রাজিলের জন্য ফ্রান্স, ইংল্যান্ড ও স্পেন হুমকি হতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি। তবে এই তালিকায় আর্জেন্টিনার নাম নেননি আগামী ১ জানুয়ারি ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাওয়া এই রাজনীতিবিদ।
বছর দুয়েক আগে যখন ব্রাজিল বনাম আর্জেন্টিনা কোপা আমেরিকা ফাইনাল হয়েছিল ব্রাজিলের মাটিতে, সেদিন ডি মারিয়ার একমাত্র গোলে নেইমারদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন মেসিরা। ব্রাজিলের কাছে এটা ছিল বিরাট ব্যথা। চির প্রতিদ্বন্দী দেশের মাটিতে তাদেরকে হারিয়ে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়া ব্রাজিলীয়দের পক্ষে মেনে নেওয়া কঠিন।
এমনিতে দুই দলের মুখোমুখি সাক্ষাতে পাল্লা প্রায় সমান সমান। লুলা সিলভা যে মন্তব্য করেছেন সেটা অবশ্যই ব্রাজিল ফুটবল দলকে হয়তো সাহস দেবে। কিন্তু বিশ্বকাপে এবার যদি মুখোমুখি হয় ব্রাজিল আর্জেন্টিনা, তখন কিন্তু লুলার মন্তব্যটা মাথায় রেখেই মাঠে নামবেন লিওনেল মেসি এন্ড কোম্পানি।