দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিভিন্ন প্রতিকূলতায় একাধিক কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়তে হয়েছে। প্রতি ম্যাচেই দল দাপুটে ফুটবল খেলেছে। বিশ্বকাপেও এই ছন্দ ধরে রাখতে হবে। একাধিক দল খেতাব জয়ের দাবিদার। ফ্রান্স, জার্মানি, স্পেন, পর্তুগাল বেশ ভাল ছন্দে রয়েছে।
আরও পড়ুন - `পর্তুগাল আমার একার ওপর নির্ভরশীল নয়' ! বিশ্বকাপে নামার আগে মেজাজে রোনাল্ডো
advertisement
আর্জেন্তিনা দলেও যথেষ্ট ভারসাম্য। আমি অবশ্য কখনওই চাইব না, ওরা বিশ্বকাপ জিতুক। তবে মেসির হাতে কাপ উঠলে অবাক হওয়ার কিছু নেই। মন না মানলেও, স্কালোনির দলকে ফেভারিট আখ্যা দিতেই হবে। মনে রাখতে হবে শেষ ৩৫ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা। এটা বিশ্বকাপে ওদের মানসিক শক্তি দেবে। দলটা শুধুমাত্র আর মেসি নির্ভর নয়। ২ থেকে ৩ জন ম্যাচ উইনার এসে গেছে।
নিজের দেশ ব্রাজিল সম্পর্কে রোনাল্ডো বলেন, আমি নিশ্চিত, নেইমারকে সামনে রেখেই দল সাজাবেন তিতে। ক্লাব ফুটবলে দুরন্ত ছন্দে রয়েছে সে। সব থেকে বড় কথা, এবার পুরোপুরি সুস্থ হয়ে ও টুর্নামেন্টে খেলতে নামছে।ইউরোপের দলগুলি বরাবরই বিশ্বকাপের আসরে দারুণ ফুটবল মেলে ধরে।
বর্তমানে লাতিন আমেরিকার একাধিক ফুটবলার ইউরোপিয়ান ক্লাবে খেলছে। ফলে প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা সম্পর্কে ধারণা অনেকটাই স্বচ্ছ হয়েছে। একইসঙ্গে, নক-আউট পর্বে কোথাও আমরা সেরাটা মেলে ধরতে ব্যর্থ। তবে ব্রাজিলের কোচ তিতে যে দল সেট করে ফেলেছেন তা নিয়ে সন্দেহ নেই রোনাল্ডোর।