তবে বিশ্বকাপে ব্রাজিল যখন মাঠে নামার অপেক্ষায়, তখনই বিতর্কের জন্ম দিয়েছেন এই ফুটবলার। সম্প্রতি এক সাক্ষাৎকারে অবসরের পর কী করবেন, তা নিয়ে মুখ খুলেছেন রিচার্লিসন। বলেছেন, অবসরের পর অনেক নারী নিয়ে তিনি দ্বীপান্তরে যাবেন। প্রচুর মদ খাবেন এবং আনন্দে জীবন কাটাবেন। কোনও দুশ্চিন্তা রাখবেন না মাথায়।
আরও পড়ুন - এই না হলে রাজা! জীবন বাঁচাতে সৌদির ফুটবলারকে নিজের বিমানে পাঠালেন জার্মানি
advertisement
এক্ষেত্রে নাকি তার গুরু ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনাল্ডিনহো। রিচার্লিসন কি তবে রোনালদিনিওর পথে হাঁটতে চান? রোনালদিনিওর অমিত প্রতিভাও যে এমন বিতর্কিত কাণ্ডে নষ্ট হয়েছিল। রিচার্লিসনের এ মন্তব্য নিয়ে ব্রাজিলজুড়ে বিতর্কের ঝড় উঠেছে। বিশেষ করে রোনালদিনিওর নাম উল্লেখ করাকে অনেকেই স্বাভাবিকভাবে নিতে পারেননি।
রোনালদিনিওর যে ছবির কথা বলেছেন রিচার্লিসন, সেখান দেখা যায়, একটি সুইমিংপুলে পা ডুবিয়ে শুয়ে আছেন রোনালদিনিও। তাঁর পায়ের কাছে জলে উপুড় হয়ে শুয়ে আছেন পাঁচ নারী। রিচার্লিসন অবশ্য সত্যি সত্যি এমন কাণ্ড ঘটাবেন নাকি মজা করে বলেছেন সেটা অবশ্যই জানা যায়নি। তবে তিনি জানিয়েছেন ব্রাজিল সমর্থকদের চিন্তার কারণ নেই।
যতদিন ফুটবল খেলবেন দেশের হয়ে ততদিন নিজেকে উজাড় করে দেবেন। রঙিন জীবন উপভোগ করতে চান অবসর নেওয়ার পর। রোনাল্ডিনোর প্রতিভা অতিরিক্ত মহিলা সঙ্গর ফলে অসময় নষ্ট হয়ে গিয়েছিল সে কথা সকলেরই জানা। এখনকার ফুটবলাররা অনেক বেশি পেশাদার। নিজেদের ক্যারিয়ার সম্পর্কে সচেতন। তাই নির্জন দ্বীপে প্রচুর মহিলা নিয়ে আনন্দ করার ব্যাপারটা রিচার্লিসন যখন ঘটাবেন তখন ফুটবল থেকে অনেক দূরে থাকবেন তিনি।