TRENDING:

পেলের কফিনে ফুটবল রেখে শেষ ভালোবাসা জানাবেন মা! তিন দিনের রাষ্ট্রীয় শোক ব্রাজিলে

Last Updated:

Brazil declares National mourning for 3 days and body of Pele will be kept at Santos club for last respects. মায়ের সামনে দিয়ে নিয়ে যাওয়া হবে পেলের কফিন ! তিনদিনের রাষ্ট্রীয় শোক ব্রাজিলে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রিও: ফুটবল বিশ্ব থেমে গেছে। রাজা পৃথিবী ছেড়েছেন। ফুটবলের রূপ, রস, গন্ধকে সুন্দর করে তোলার পেছনে যে মানুষটার প্রথম অবদান ছিল তিনি আজ চিরন্তন ঘুমে। কিন্তু তাকে ভুলে থাকা কি সম্ভব? তিনি গোটা পৃথিবীর রত্ন। যেখান থেকে পেলের ‘ফুটবল রাজা’ হয়ে ওঠা, শেষবারের মতো সেই সান্তোস ক্লাব প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে কিংবদন্তি এই ফুটবলারকে।
মায়ের সামনে দিয়ে নিয়ে যাওয়া হবে পেলের কফিন
মায়ের সামনে দিয়ে নিয়ে যাওয়া হবে পেলের কফিন
advertisement

বৃহস্পতিবার ৮২ বছর বয়সে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন পেলে। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় হাসপাতালে থাকতে নিজের ‘শেষযাত্রা’ বিষয়ে বলে গেছেন পেলে। যেতে চেয়েছেন সান্তোস ক্লাব স্টেডিয়ামে।

আরও পড়ুন - পেলের জন্য চোখের জল ফেলছেন মেসি নেইমার ! শ্রদ্ধা জানালেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট

advertisement

পেলের ইচ্ছানুযায়ী, তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে সাও পাওলো রাজ্যের ভিলা বেলমিরো স্টেডিয়ামে। এর আগে আইন রীতি অনুযায়ী, সমাহিতের জন্য মরদেহ প্রস্তুত করা হবে আলবার্ট আইনস্টাইন স্টেডিয়ামে। সেখান থেকে ২ জানুয়ারি (সোমবার) সকালে কফিন নিয়ে যাওয়া হবে সান্তোস প্রাঙ্গণে। সান্তোসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্টেডিয়ামের মাঝমাঠে ২৪ ঘণ্টা পেলের মরদেহ রাখা হবে।

advertisement

advertisement

সেখানেই ‘ফুটবল রাজা’কে শ্রদ্ধাজ্ঞাপন করতে পারবেন জনসাধারণ। ৩ জানুয়ারি সকালে পেলের মরদেহ নিয়ে ‘শেষযাত্রা’ হবে সান্তোসের রাস্তায়। কফিন বহন করে নিয়ে যাওয়া হবে কেলেস্তের সড়ক দিয়ে, যেখানে পেলের মা থাকেন। ১০০ বছর বয়সী পেলের মা শয্যাশায়ী। পেলেকে মেমোরিয়া নেকরোপোল একিউমেনিকা নামের সমাধিস্থলে পরিবারের সদস্যদের উপস্থিতিতে সমাহিত করা হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলের মাঝে প্রাচীন কালীমন্দির, পঞ্চমুণ্ডির আসন! পুজো করতেন রঘু ডাকাত? কোন শক্তিপীঠ
আরও দেখুন

সমাহিত করার অনুষ্ঠানটিতে জনসাধারণের lপ্রবেশাধিকার থাকবে না। এরই মধ্যে পেলের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বোলসোনারো। এই সময় দেশের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। ক্লাব ফুটবলে সব দল খেলার আগে এক মিনিট নিরবতা পালন করবে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
পেলের কফিনে ফুটবল রেখে শেষ ভালোবাসা জানাবেন মা! তিন দিনের রাষ্ট্রীয় শোক ব্রাজিলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল