এদেন ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে সেলেকাওরা। ব্রাজিলের একের পর এক অ্যাটাক আছড়ে পড়তে থাকে ভারতের রক্ষণে। ম্যাচের ১১ মিনিটে প্রথম গোল হজম করে ভারত। গ্যাব্রিয়েল বার্চন গোল করে এগিয়ে দেয় ব্রাজিলকে। প্রথম গোল খাওয়ার পর বেশ কিছু সময় গোলের ব্যবধান বৃদ্ধি পেতে দেয়নি ভারতীয় দল। ম্যাচের ৪১ মিনিটে দ্বিতীয় গোল পায় ব্রাজিল। গোল করেন অ্যালিন গোমস। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।
advertisement
ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই তৃতীয় গোল করে ফেলে সাম্বা ব্রিগেড। দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন অ্যালিন গোমস। এরপর কয়েকবার ভারতের মেয়েরা গোলের কাছে পৌছালেও জালে বল জড়াতে ব্যর্থ হয়। ব্রাজিলের তৃতীয় গোল আসে ম্যাচের ৮৬ মিনিটে। দূরপাল্লার শটে গোল করেন লারা দান্তাস ফেরেইরা স্যান্টস। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে ৯৩ মিনিটে দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোল করেন লারা।
আরও পড়ুনঃ ভারত-পাকিস্তান ম্যাচের আগে 'মুখোমুখি' গাভাসকর-বাবর, বিশেষ উপহারও পেলেন পাক অধিনায়ক
প্রসঙ্গত, আমেরিকার কাছে প্রথম ম্যাচে ৮-০ গোলে হেরেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে মরক্কোর কাছে ৩-০ গোলে হারের মুখ দেখতে হয়। শেষ ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধে ৫ গোলে হারল ভারত। অনুর্ধ্ব ১৭ ছেলেদের বিশ্বকাপে প্রতিটি ম্যাচ হারলেও এসেছিল একটি গোল। তবে মেয়েদের অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপে একটি গোলও এল না। তবে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা ভারতের মেয়েদের কাজে দেবে বলেই মত ফুটবল বিশেষজ্ঞদের।