TRENDING:

৩ ম্যাচে ১৬ গোল হজম, ব্রাজিলের কাছে ৫-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ অভিযান শেষ ভারতের

Last Updated:

আমেরিকার কাছে প্রথম ম্যাচে ৮-০ গোলে হেরেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে মরক্কোর কাছে ৩-০ গোলে হারের মুখ দেখতে হয়। অনুর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপের তৃতীয় ম্যাচে ব্রাজিলের কাছে ৫-০ হেরে বিদায় ভারতের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলিঙ্গ: অনুর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ থেকে বিদায় আগেই নিশ্চিৎ হয়ে গিয়েছিল ভারতীয় দলের। প্রথম দুটি ম্যাচে আমেরিকা ও মরোক্কোর বিরুদ্ধে হারের পর শক্তিশালী ব্রাজিলের বিরুদ্ধে কতটা লড়াই দিতে পারে অনিতা কুমারি, অষ্টম ওরাওঁ, কাজল ডিসুজারা সেটাই ছিল দেখার। কিন্তু শেষ ম্যাচেও ব্রাজিলের বিরুদ্ধে ৫ গোলে হারতে হল ভারতীয় মহিলা দলকে। প্রতিযোগিতায় কোনও গোল করা তো দুরস্ত, ১৬ গোল হজম করে বিদায় নিল ভারত।
advertisement

এদেন ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে সেলেকাওরা। ব্রাজিলের একের পর এক অ্যাটাক আছড়ে পড়তে থাকে ভারতের রক্ষণে। ম্যাচের ১১ মিনিটে প্রথম গোল হজম করে ভারত। গ্যাব্রিয়েল বার্চন গোল করে এগিয়ে দেয় ব্রাজিলকে। প্রথম গোল খাওয়ার পর বেশ কিছু সময় গোলের ব্যবধান বৃদ্ধি পেতে দেয়নি ভারতীয় দল। ম্যাচের ৪১ মিনিটে দ্বিতীয় গোল পায় ব্রাজিল। গোল করেন অ্যালিন গোমস। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।

advertisement

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই তৃতীয় গোল করে ফেলে সাম্বা ব্রিগেড। দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন অ্যালিন গোমস। এরপর কয়েকবার ভারতের মেয়েরা গোলের কাছে পৌছালেও জালে বল জড়াতে ব্যর্থ হয়। ব্রাজিলের তৃতীয় গোল আসে ম্যাচের ৮৬ মিনিটে। দূরপাল্লার শটে গোল করেন লারা দান্তাস ফেরেইরা স্যান্টস। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে ৯৩ মিনিটে দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোল করেন লারা।

advertisement

আরও পড়ুনঃ ভারত-পাকিস্তান ম্যাচের আগে 'মুখোমুখি' গাভাসকর-বাবর, বিশেষ উপহারও পেলেন পাক অধিনায়ক

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

প্রসঙ্গত, আমেরিকার কাছে প্রথম ম্যাচে ৮-০ গোলে হেরেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে মরক্কোর কাছে ৩-০ গোলে হারের মুখ দেখতে হয়। শেষ ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধে ৫ গোলে হারল ভারত। অনুর্ধ্ব ১৭ ছেলেদের বিশ্বকাপে প্রতিটি ম্যাচ হারলেও এসেছিল একটি গোল। তবে মেয়েদের অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপে একটি গোলও এল না। তবে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা ভারতের মেয়েদের কাজে দেবে বলেই মত ফুটবল বিশেষজ্ঞদের।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
৩ ম্যাচে ১৬ গোল হজম, ব্রাজিলের কাছে ৫-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ অভিযান শেষ ভারতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল