সিএনএন-নিউজ-১৮ কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে শিবা বলেন, ‘‘ এই চার বছরে অনেক অভিজ্ঞতা হয়েছে ৷ অনেক বড় ইভেন্টে অংশ নিয়েছি ৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে আত্মবিশ্বাস অনেকাংশেই বেড়েছে আমার ৷ তারপর এশিয়ান কোয়ালিফায়ারে জিতেই রিও অলিম্পিকে নামার যোগ্যতা অর্জন করেছি ৷ নিজের খেলার স্টাইলে কিছু পরিবর্তন এসেছে ৷ আগ্রাসন বেড়েছে এবং খেলা আরও নিখুঁত হয়েছি ৷ পাঞ্চগুলো আরও শক্তিশালী মারতে পারি এখন ৷ ’’ ভারতীয় বক্সার আরও বলেন, ‘‘ খেলার মান অনেকাংশেই বেড়ে গিয়েছে এই চার বছরে ৷ এখন তাই সময় হয়েছে নিজের সেরাটা উজাড় করে দেওয়ার ৷ ’’
advertisement
লন্ডনে আগের অলিম্পিকে কিংবদন্তী সাতারু ফেল্পস এবং বিশ্বের দ্রুততম স্প্রিন্টার উসেইন বোল্টের সঙ্গে দেখা হয়েছিল শিবার ৷ সেই স্মৃতি চিরকাল মনে রাখবেন বলে জানালেন শিবা ৷ রিওর রিংয়ে নামার জন্য তাই মুখিয়ে রয়েছেন তিনি ৷ নিজের দেশের হয়ে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে পারফর্ম করা বিশাল গর্বের বিষয় বলে জানিয়েছেন শিবা ৷ পাশাপাশি অলিম্পিকে নিজের সেরাটা দিয়ে দেশবাসীর জন্য পদক নিয়ে আসাটাই একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন তিনি ৷ বেজিং অলিম্পিকে সোনাজয়ী শ্যুটার অভিনব বিন্দ্রার সঙ্গে রিওর গেমস ভিলেজে দেখা হয়েছে ৷ তারপর থেকেই আরও বেশি চাঙ্গা শিবা ৷ রিওতে ভাল ফল করার ব্যাপারেও এখন আরও বেশি আত্মবিশ্বাসী দেখাচ্ছে তাঁকে ৷