ম্যাচ টাই হওয়ার পর ফল নির্ধারণে নেওয়া হয় বল আউটের আশ্রয়, যা ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথম দেখা গেল। বল আউটে দুই দলের পাঁচজন করে বোলার উইকেট লক্ষ্য করে বল করেন। এই সময় কোনো ব্যাটার না থাকলেও উইকেটকিপার থাকেন স্টাম্পের পেছনে। যে দল বেশি স্টাম্প হিট করতে পারে, তারাই বিজয়ী হয়। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ২-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়।
advertisement
এই নিয়ম ক্রিকেটপ্রেমীদের মনে করিয়ে দেয় ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপে সেই ঐতিহাসিক ভারত-পাকিস্তান ম্যাচের কথা। যেখানে ভারত বল আউটে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল। সেবার ভারতের বোলাররা, বিশেষ করে বীরেন্দ্র সহবাগ, হরভজন সিং ও রবিন উথাপ্পা, অনুশীলনের ফল কাজে লাগিয়ে স্টাম্প হিট করতে সক্ষম হন। পাকিস্তান সেদিন একবারও স্টাম্প হিট করতে পারেনি।
আরও পড়ুনঃ IND vs ENG: ৮৯ বছরে যা আগে ঘটেনি, এবার ইতিহাস বদলে ফেলার চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার সামনে
ক্রিকেটে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে অনেক পুরনো নিয়ম এখন আর দেখা যায় না। তবে বল আউটের মতো ঐতিহাসিক নিয়ম আবার ফিরে এসে প্রমাণ করলো—খেলার মাঠে নাটকীয়তার শেষ নেই। লেজেন্ডস লিগের এই ম্যাচটি কেবল দু’দলের নয়, ক্রিকেট ইতিহাসেও একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকলো।