TRENDING:

ঋদ্ধিমান সাহা-র ঘটনায় দোষী প্রমাণিত বোরিয়া মজুমদার, ২ বছরের জন্য হতে পারেন নির্বাসিত

Last Updated:

ভারতীয় ক্রিকেট বোর্ড টক শো-র উপস্থাপক ও অভিজ্ঞ সাংবাদিক বোরিয়া মজুমদারকে দোষী সব্যস্ত করে তিন সদস্যের বিসিসিআই কমিটি৷ যিনি ঋদ্ধিমান সাহাকে সাক্ষাৎকারের অনুরোধ করা নিয়ে জোর বিতর্কের সূত্রপাত হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ঋদ্ধিমান সাহাকে হুমকি দেওয়া সাংবাদিককে দোষী পেল ভারতীয় বোর্ড৷ শাস্তি হবে দু বছরের নির্বাসন৷ যা ঘোষণা করা শুধু সময়ের অপেক্ষা৷ ভারতীয় ক্রিকেট বোর্ড টক শো-র উপস্থাপক ও অভিজ্ঞ সাংবাদিক বোরিয়া মজুমদারকে দোষী সব্যস্ত করে তিন সদস্যের বিসিসিআই কমিটি৷ যিনি ঋদ্ধিমান সাহাকে সাক্ষাৎকারের অনুরোধ করা নিয়ে জোর বিতর্কের সূত্রপাত হয়৷
boria majumdar likely to get two year ban in wriddhiman saha controversey case
boria majumdar likely to get two year ban in wriddhiman saha controversey case
advertisement

বিসিসিআই আধিকারিক জানিয়েছেন, ‘‘আমরা সমস্ত রাজ্য সংস্থাকে জানিয়ে দেব তাঁকে স্টেডিয়ামের ভিতরে ঢুকতে না দিতে,  কোনও অ্যাক্রেডিটেশন পাবেন না তিনি, ঘরোয়া ম্যাচ কভার করার অনুমতি পাবেন না, আইসিসিকেও এই বিষয়ে লিখিত ভাবে জানানো হয়েছে৷ প্লেয়ারদেরও বলে দেওয়া হবে তাঁর সঙ্গে কথা না বলতে৷ ’’ তবে যে সূত্র এই খবর জানিয়েছেন তাঁর নাম সামনে আনা হচ্ছে না৷

advertisement

আরও পড়ুন - প্রতিটি মাতৃত্বকালীন মৃত্যু কেন হল তা নিয়ে জেলাশাসকদের রিপোর্ট দিয়ে জানাতে হবে মেডিকেল কলেজের সুপারদের

১৯ ফেব্রুয়ারি এই চাঞ্চল্যকর ঘটনা সামনে আসে৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে তাঁর নাম না থাকার পরেই বিস্ফোরণ ঘটালেন ঋদ্ধিমান সাহা পরিষ্কার বলে দিলেন, ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় তাঁকে আগেই অবসর নিতে ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে অশ্বাস দিয়ে বলেছিলেন, তিনি যতদিন আছেন, ততদিন বাংলার কিপারকে কোনও কিছু চিন্তা করতে হবে না। তার পরেও অবশ্য বাদ পড়েছেন ঋদ্ধিমান। এরপরই এক সাংবাদিকের ঋদ্ধিমানকে পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট ট্যুইটারে শেয়ার করেছেন তিনি।

advertisement

সেই স্ক্রিনশট অনুযায়ী, সাংবাদিকটি ঋদ্ধিমানকে লিখছেন, ''আপনি আমাকে একটি ইন্টারভিউ দিন। সেটা ভালো হবে। কিন্তু আপনি যদি গণতান্ত্রিকতার তত্ত্বে বিশ্বাস করেন, তাহলে আমি আপনাকে জোর করব না। ওরা একজন উইকেটকিপারকে বেছে নিয়েছে, আপনি চেষ্টা করুন ১১ জন সাংবাদিককে বেছে নিচ্ছেন, আমার মতে যারা সেরা নন। তাঁকেই বেছে নিন, যিনি আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারবেন।''

advertisement

আরও পড়ুন - টি টোয়েন্টি বিশ্বকাপের দলে নাম উঠবে তো, ‘বড় দাদা’-রা ফ্লপ শো চালাচ্ছেন, নির্বাচকদের চোখ খোলা

এরপর ওই সাংবাদিক ফোনও করেন ঋদ্ধিমানকে। কিন্তু তা ধরেননি তিনি। এরপরই রীতিমতো ক্ষোভে ফুসে ওই সাংবাদিক ঋদ্ধিমানকে লেখেন, ''আপনি কল করবেন না। আমি আর আপনার ইন্টারভিউ করব না। আমি অপমান সহ্য করতে পারি না। আর আমি এটা মনে রাখব। আপনার এটা করা উচিৎ হল না।''

advertisement

১৯ তারিখ এই ঘটনা সামনে আসার পর ঝড়ের গতিতে ঋদ্ধিমান সাহার সমর্থণে এগিয়ে আসে ক্রিকেট সম্প্রদায়ের মানুষজন৷ প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী বিসিসিআই প্রেসিডন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিষয়টি নিয়ে কার্যকারী পদক্ষেপ নিতে বলেন৷

এরপরেই সোশ্যাল মিডিয়ায় এই অভিযোগের তদন্তের জন্য বিসিসিআই ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা, কোষাধ্যক্ষ অরুণ ধুমল এবং অ্যাপেক্স কাউন্সিলের সদস্য প্রভতেজ ভাটিয়াকে নিয়ে একটি কমিটি তৈরি করে৷

সেই কমিটির সামনে বোরিয়া মজুমদারের নাম বলেন ঋদ্ধিমান সাহা৷ এবং জানান কীভাবে একটা সাক্ষাৎকারের জন্য তাঁকে হেনস্তা করা হচ্ছিল৷

এদিকে এই সব কিছুর পরেই বোরিয়া মজুমদার অভিযোগ করেন যে স্ক্রিন শটকে নিজের মতো করে বিকৃত করেছেন ঋদ্ধিমান সাহা৷ কমিটিকেও নিজের বক্তব্য জানান বোরিয়া মজুমদার৷

সেরা ভিডিও

আরও দেখুন
ধ্বংসলীলার পর প্রকৃতির উপহার, ভরছে ঝুলি! উত্তরের মৎস্যজীবীরা যেন চাঁদ পেলেন হাতে
আরও দেখুন

এদিকে এই বোরিয়া মজুমদারের শাস্তির বিষয়টি এখনও সরকারি বিবৃতি জারি করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড৷

বাংলা খবর/ খবর/খেলা/
ঋদ্ধিমান সাহা-র ঘটনায় দোষী প্রমাণিত বোরিয়া মজুমদার, ২ বছরের জন্য হতে পারেন নির্বাসিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল