টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, পন্থের আঙুলে ফ্র্যাকচার ধরা পড়লেও তার অস্ত্রোপচারের প্রয়োজন নেই। তবে চিকিৎসকেরা তাকে অন্তত ছয় সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এর ফলে তিনি সেপ্টেম্বরের ৯ থেকে ২৮ তারিখ পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহিতে হতে চলা এশিয়া কাপ ২০২৫ মিস করবেন। একই সঙ্গে অক্টোবরের ২ থেকে ১৪ তারিখ পর্যন্ত আহমেদাবাদ ও দিল্লিতে আয়োজিত ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচের টেস্ট সিরিজেও তার খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
advertisement
যদিও সাদা বলের ক্রিকেটে পন্থ বর্তমানে ভারতের প্রথম পছন্দের উইকেটকিপার নন, তবু তার অভিজ্ঞতা ও আগ্রাসী ব্যাটিং টেস্ট ক্রিকেটে বিশেষ অবদান রাখে। অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে তিনি চারটি ম্যাচে দুটি সেঞ্চুরি ও তিনটি হাফ-সেঞ্চুরির মাধ্যমে ৪৭৯ রান করেছেন, যা তার ফর্মের প্রমাণ। ফলে টেস্ট সিরিজে তার অনুপস্থিতি ভারতীয় দলের জন্য একটি বড় ধাক্কা হতে পারে।
আরও পড়ুনঃ কোহলি-রোহিতদের সঙ্গে খেলা ক্রিকেটার নাম লেখালেন অ্যাডাল্ট সাইটে! তোলপাড় ক্রিকেট দুনিয়া
পন্থের পরিবর্তে পঞ্চম টেস্টে সুযোগ পেয়েছিলেন ধ্রুব জুরেল। আগ্রার এই তরুণ উইকেটকিপার-ব্যাটার পন্থের পরিবর্তে যদি টেস্ট সিরিজেও সুযোগ পান, তাহলে সেটি তার কেরিয়ারের জন্য বড় সুযোগ হতে পারে। তবে ভারতের টেস্ট দলের ভারসাম্য রক্ষায় পন্থের দ্রুত সুস্থ হয়ে ফেরা এখন সময়ের দাবি।