সারা বছরের ফুটবল পারফরম্যান্সের ওপর ভিত্তি করে সেরা বেছে নেওয়া হয়৷ জানুয়ারি ৯ তারিখে এই অনুষ্ঠানটি হয়৷ সেবার সুইৎজারল্যান্ডের জুরিখে পুরুষ বিভাগের সেরা ফুটবলার হয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ মহিলা বিভাগের সেরা হয়েছিলেন কার্লি লয়েড৷
পুরুষ ফুটবলারদের মধ্যে ফিফা অ্যাওয়ার্ডস Best (Best FIFA Football Awards 2021) সবচেয়ে বেশিবার পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ তিনি ২০১৬ ও ২০১৭ সালে পেয়েছিলেন৷ অন্যদিকে ইংল্যান্ডের লুসি ব্রোঞ্জ মহিলার সেরা হয়েছিলেন৷
advertisement
আরও পড়ুন - IPL 2022 Mega Auction: KKR চাইছে নিলামের মঞ্চ থেকে শ্রেয়সকে অধিনায়ক তুলতে, ঝাঁপাবে অন্য দলও
ভারতে কখন কোথায় দেখা যাবে ফিফা অ্যাওয়ার্ডস Best (Best FIFA Football Awards 2021) সেরিমনি
কোনও টিভি চ্যানেল ভারতে এই অনুষ্ঠানের লাইভ সম্প্রচার দেখাবে না৷ কিন্তু ফিফা টিভি এবং ভুট সিলেক্টে (FIFA TV/Voot Select) রাত সাড়ে এগারোটা থেকে এই অনুষ্ঠানের লাইভ সম্প্রচার হবে৷
সেরা পুরুষ ফুটবলারের মনোনয়ন
রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski)
লিওনেল মেসি (Lionel Messi)
মহম্মদ সালাহ (Mohamed Salah)
আরও পড়ুন - New Captain: বিরাট কোহলির পর এবার কে, কত তাড়াতাড়ি জানাবে বোর্ড
সেরা মহিলা ফুটবলার
জেনিফার হারমোসো
স্যাম কের
অ্যালেক্সিয়া পুতেলাস
সেরা কোচ
পেপ গুয়ারদিওলা (Pep Guardiola)
রবের্তো মানসিনি (Roberto Mancini)
থমাস তুচেল (Thomas Tuchel)
সেরা মহিলা কোচ
লুইস কোর্টেস
এমা হেইস
সারিনা উইগম্যান
পুরুষদের সেরা গোলরক্ষক
জিয়ানলুগি ডোনারুম্মা
এডুয়ার্ড মেন্ডি
ম্যানুয়েল ন্যুয়র
মহিলা সেরা গোলরক্ষক
অ্যান ক্যাটরিন বার্গার
ক্রিস্টিন এন্ডলার
স্টিফেন লিন মেরি লেবে
ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড
ডেনমার্ক ফুটবল দল
ক্লডিও রেনেইরি
স্কট ব্রাউন
ফিফা পুসকাস অ্যাওয়ার্ড (FIFA Puskas Award)
এরিক লামেলা (আর্জেন্টিনা) -আর্সেনাল বনাম টটেনহ্যাম হস্পার ম্যাচ
প্যাট্রক শিক (চেক রিপাবলিক)- চেক বনাম স্কটল্যান্ড
মেহদি তারেমি (ইরান)- চেলসি বনাম পোর্তো
ফিফা ফ্যান অ্যাওয়ার্ড
ডেনমার্ক ফ্যান
জার্মান ফ্যান
ইমোজেন পাপওয়ার্দ হিডেল
