TRENDING:

Bengali Archer Success: এশিয়া কাপ স্টেজ-টু ও যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় দলে বাংলার ছেলে

Last Updated:

Bengali Archer Success: ঝাড়গ্রাম বেঙ্গল আর্চারি অ্যাকাডেমির ছাত্র জুয়েল সরকার বিশ্ব তিরন্দাজি যুব চ্যাম্পিয়নশিপ ও এশিয়া কাপ স্টেজ-টু তে যোগ্যতা অর্জন করেন। রাজ্য থেকে একমাত্র তিনি সুযোগ পেয়েছেন। তাকে টুইটের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

advertisement
ঝাড়গ্ৰাম: জোড়া সুযোগ অর্জন করে জঙ্গলমহলকে বিশ্বের দরবারে পৌঁছে দিল জুয়েল সরকার। তীব্র প্রতিকূলতা উপেক্ষা করে, যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপও এশিয়া কাপ স্টেজ-টু -র জন্য ভারতীয় দলে জায়গা নিশ্চিত করেন ঝাড়গ্রাম বেঙ্গল আর্চারি অ্যাকাডেমির ছাত্র জুয়েল সরকার। শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী টুইটে শুভেচ্ছা বার্তা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুনেতে অনুষ্ঠিত হওয়া যুব বিশ্বকাপ এবং এশিয়া কাপের জন্য বাছাই ট্রায়ালগুলিতে মুষলধারে বৃষ্টিপাত এবং প্রচণ্ড বাতাস দেখা গিয়েছিল। সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে, এশিয়া কাপ স্টেজ-২ ও যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় দলে তার জায়গা নিশ্চিত করেন।
বাংলার দুই কোচের পাশে জুয়েল
বাংলার দুই কোচের পাশে জুয়েল
advertisement

উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক স্বপ্ন নিয়ে ঝাড়গ্রামের মত প্রান্তিক এলাকায় গড়ে তুলেছিলেন বেঙ্গল আর্চারি অ্যাকাডেমি। তার সুফল ছড়িয়েছে গোটা দেশ তথা বিশ্ব জুড়ে। এই রাজ্য থেকে ঝাড়গ্রাম বেঙ্গল আর্চারি অ্যাকাডেমির ছাত্র জুয়েল সরকার বিশ্ব তিরন্দাজি যুব চ্যাম্পিয়নশিপ ও এশিয়া কাপ স্টেজ-২ তে যোগ্যতা অর্জন করেছেন। আগামী ১৪ থেকে ২১ জুন সিঙ্গাপুরে এশিয়া কাপ স্টেজ-২ অনুষ্ঠিত হবে। বিশ্ব তীরন্দাজ যুব চ্যাম্পিয়নশিপ ১৬ আগস্ট কানাডার উইনিপেগে অনুষ্ঠিত হবে। জুয়েল জানান’এই প্রতিযোগিতায় ভারতের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি খুব খুশি। মুখ্যমন্ত্রী আমাকে শুভেচ্ছা জানিয়েছেন,আমি খুশি হলাম।’

advertisement

আরও পড়ুন – Weather Alert: হঠাৎ থমকালো বৃষ্টির গতি, বন্ধ শনশন হাওয়া, ভ্যাপসা গরমে হাঁফফাঁস, ৪৮ ঘণ্টার অপেক্ষা ফের শুরু হবে তুমুল দুর্যোগ

পুনের আর্মি স্পোর্টস ইনস্টিটিউতে ২২ থেকে ২৫ মে এশিয়া কাপ ও বিশ্ব তিরন্দাজি যুব চ্যাম্পিয়নশিপের বাছাই শিবির হয়। যোগ্যতা নির্বাচন পর্বে তিনি ১৯৮৪ স্কোর করে দ্বিতীয় স্থান অর্জন করেন। ঝাড়গ্রামের নেতাজি আদর্শ হিন্দি হাইস্কুলের কলা বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র জুয়েল জাতীয় ও আন্তর্জাতিক স্তরে একাধিক পদক জয় করেছেন। ইরাকে অনুষ্ঠিত ২০২২ সালের এশিয়ান কাপে স্বর্ণপদক পেয়েছিলেন। সিঙ্গাপুরে অনুষ্ঠিত ২০২৩ সালে এশিয়ান কাপে রুপোর পদক জয় করেন। ৩৮ তম জাতীয় গেমসে বাংলার হয়ে স্বর্ণপদক পেয়েছিলেন। বাংলার কোচ সুরজিৎ দাস বলেন ‘ জুয়েল বরাবরই ভালো ছেলে খুব মন দিয়ে প্র্যাকটিস করে। আশা রাখি ও খুব ভালো ফল করবে, বাংলা তথা জঙ্গলমহলকে বিশ্বের মানচিত্রে এবার পৌঁছে দেবে জুয়েল।’

advertisement

View More

ঝাড়গ্রাম আর্চারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রঞ্জিত পাতর বলেন, জুয়েল সরকার জাতীয় ও আন্তর্জাতিক স্তরে একের পর এক পদক জয় করে বাংলার মুখ উজ্জ্বল করছে। আমরা আশাবাদী আন্তর্জাতিক স্তরে আবার পদক জয় করবে।মুখ্যমন্ত্রীর স্বপ্নের জঙ্গলমহলের এক মাত্র জেলা ঝাড়গ্রাম অর্থাৎঅরন্য সুন্দরী। ২০১৮ সালে এই জেলায় মেধাবী ছাত্রছাত্রীদের জন্য আর্চারি একাডেমি তৈরি করেন। জঙ্গলবাসী মানুষ তির ধনুকের কৌশল জানত আদি অনন্তকাল থেকে তাই তারা যে মান রাখবে। সত্যিই তারা তার মান রেখেছেন আজ বিশ্বের বুকে খেলছে ঝাড়গ্রামের যুবক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঝপাঝপ পারদ পড়তেই তীব্র সংকটে গাঁদা চাষ! সরস্বতী পুজোয় ফুলের পিছনে বাড়বে বাজেট, আশঙ্কা
আরও দেখুন

Tanmay Nandi

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Bengali Archer Success: এশিয়া কাপ স্টেজ-টু ও যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় দলে বাংলার ছেলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল