পরিবারের তরফে জানা যায়, দিব্যি সুস্থ ছিলেন আসিফ হোসেন। কিন্তু বাড়িতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান বছর ২৮-এই ক্রিকেটার। আহত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় শহরের একটি নামকরা বেসরকারি হাসপাতালে। সেখানেই আসিফ হোসেনকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালের ডাক্তার।
প্রসঙ্গত, বাংলার বিভিন্ন বয়স ভিত্তিক দলের হয়ে খেলেছিলেন আসিফ হোসেন। সিনিয়র বেঙ্গল দলের হয়ে খেলার স্বপ্ন ছিল তাঁর। বেঙ্গল টি-টোয়েন্টি লিগে একটি ম্যাচে ৯৯ রান করে নজরও কেড়েছিলেন। চলতি বছর ক্লাব ক্রিকেটে স্পোটিং ইউনিয়নে সই করেছিলেন। কিন্তু এমন মৃত্যু কল্পনাও করা যায়নি।
advertisement
আরও পড়ুনঃ KKR News: কেকেআরের সব হিসেব ওলট-পালট! রিটেনশনে বেশি খরচ নয়? তাহলে কাদের রাখবে নাইটরা!
সন্তানের এইভাবে অকালে চলে যাওয়ায় ভেঙে পড়েছে গোটা পরিবার। বাড়িতে এখনও ছড়িয়ে ছিটিয়ে ক্রিকেটের নানা সরঞ্জাম। আসিফ হোসেনের মৃত্যুর খবরে শোকস্তব্ধ তাঁর সতীর্থরা। পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সকলে।