এবারই প্রথম আইপিএলে খেলার সুযোগ পেয়েছেন বাংলার অভিষেক পোড়েল। ঋষভ পন্থের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালসে উইকেট কিপার হিসেবে যোগ দিয়েছেন তিনি। প্রথমবারই উইকেটের পিছনে দাঁড়িয়ে তিনি মনে করাচ্ছেন ঋদ্ধিমান সাহার কথা।
আরও পড়ুন- আইপিএল নিলামে কোটি টাকায় বিক্রি হয় ক্রিকেটাররা, কিন্তু কত টাকা হাতে পায় জানেন
ঋদ্ধিমান এখন আর বাংলার ক্রিকেটার নন। তিনি এখন খেলেন আগরতলার হয়ে। তবে ঋদ্ধির মতোই তৈরি হয়েছেন বাংলার কিপার অভিযেক। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নেমেই নজির গড়লেন বাংলার এই তরুণ ক্রিকেটার।
advertisement
রোহিত শর্মার দুর্দান্ত ইনিংস থামিয়ে দিলেন তিনি। দুর্দান্ত ক্যাচ ধরলেন। অনেকেই এখন বলছেন, দিল্লি ক্যাপিটালস এবার স্থায়ী উইকেটকিপারের সমস্যা মিটিয়ে ফেলেছে।
মুম্বইয়ের ইনিংসের ১৬ ওভারের মাথায় মুস্তাফিজুর রহমানের বলে দারুন ক্যাচ নেন অভিষেক। ওয়াইড ইয়র্কার করেছিলেন বাংলাদেশের পেসার। রোহিতের ব্যাট ছুঁয়ে যায় বল। ডানদিকে ঝাঁপিয়ে অবিশ্বাস্য ক্যাচ ধরেন অভিষেক।
আরও পড়ুন- টস জিতলেন রোহিত, দিল্লির বিরুদ্ধে প্রথমে বল করবে মুম্বই ইন্ডিয়ান্স
তখন ৬৫ রানে খেলছিলেন রোহিত। তিনি আউট হওয়ার পরেই বেশ চাপে পড়ে যায় মুম্বই। তবে শেষ পর্যন্ত সেই চাপ মুম্বইয়ের উপর অবশ্য থাকেনি। কিন্তু অভিষেক অনেকের মনে দাগ কেটে গেলেন।
বাংলার কিপারকে এবার দিল্লি ক্যাপিটালসে সুযোগ করে দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অভিষেককে নেটে দেখে ভাল লেগেছিল মহারাজের। তার পরই পন্থের বদলি হিসেবে দিল্লিতে ডাক। অভিষেক হতাশ করেননি। একের পর এক ম্যাচে দুরন্ত পারফর্ম করে চলেছেন চন্দনগরের এই ব্যাটার-কিপার।