TRENDING:

ঘরের মাঠে ১৬ পয়েন্ট তুলতে পেরে খুশি বেঙ্গল ওয়ারিয়ার্স

Last Updated:

পটনা পাইরেটসের কাছে হার হজম করার পর কিছুটা টেনশন তৈরি হয়েছিল বেঙ্গল ওয়ারিয়ার্স শিবিরে ৷ কিন্তু বুধবার প্রো কবাডিতে অভিষেক বচ্চনের দলের বিরুদ্ধে ৩৪-২০ ব্যবধানে একপেশে জিতে ফের স্বমহিমায় নীলেশ শিন্ডেরা ৷ ৬ ম্যাচ খেলে ২৬ পয়েন্ট নিয়ে আবারও লিগ টেবলের শীর্ষে কলকাতার দল ৷ এক পয়েন্ট পিছনে ঘাড়ের কাছে এখন নিঃশ্বাস ফেলছে পটনা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পটনা পাইরেটসের কাছে হার হজম করার পর কিছুটা টেনশন তৈরি হয়েছিল বেঙ্গল ওয়ারিয়ার্স শিবিরে ৷ কিন্তু বুধবার প্রো কবাডিতে অভিষেক বচ্চনের দলের বিরুদ্ধে ৩৪-২০ ব্যবধানে একপেশে জিতে ফের স্বমহিমায় নীলেশ শিন্ডেরা ৷ ৬ ম্যাচ খেলে ২৬ পয়েন্ট নিয়ে আবারও লিগ টেবলের শীর্ষে কলকাতার দল ৷ এক পয়েন্ট পিছনে ঘাড়ের কাছে এখন নিঃশ্বাস ফেলছে পটনা ৷ তা সত্ত্বেও ঘরের মাঠে চারটের মধ্যে তিনটি ম্যাচ জিতে স্বভাবতই এখন খুশির হাওয়া বাংলা শিবিরে ৷
advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বুধবার ম্যাচ জেতার পর বেঙ্গল ওয়ারিয়ার্স অধিনায়ক নীলেশ শিন্ডে বলেন, ‘‘ আমরা শুরুতে পরপর দুটো ম্যাচ জিতে আত্মতুষ্টিতে ভুগছিলাম ৷ পটনা ম্যাচে হারই তার প্রমাণ ৷ কিন্তু এদিন আমরা শুরু থেকেই অনেক বেশি সতর্ক ছিলাম ৷ টুর্নামেন্টের প্রতিটা দলই দারুণ ৷ তাই কাউকেই হালকাভাবে নেওয়ার কোনও প্রশ্নই নেই ৷ জয়পুর দলের ডিফেন্সে এদিন কিছুটা ত্রুটি ছিল ৷ সেটার আমরা ফায়দা তুলতে পেরেছি ৷ প্রথম থেকেই বিপক্ষকে চাপে রাখার স্ট্র্যাটেজি এদিন কাজে দিয়েছে ৷ এবার আমরা পুণেতে খেলতে যাব ৷ ঘরের মাঠ থেকে এতগুলো পয়েন্ট নিয়ে যেতে পারছি বলে ভালো লাগছে ৷ সমর্থকদের ধন্যবাদ চার দিন ধরে আমাদের দারুণ সমর্থন করার জন্য ৷’’

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ঘরের মাঠে ১৬ পয়েন্ট তুলতে পেরে খুশি বেঙ্গল ওয়ারিয়ার্স