TRENDING:

Wriddhiman Saha, IPL : ফাইনালে গুজরাতের ভরসা বাংলার ঘরের ছেলে, অথচ বাংলাই বিশ্বাস করল না তাঁকে!

Last Updated:

Wriddhiman Saha looking forward for big score in IPL final at Ahmedabad. আইপিএল ফাইনালে বড় রান করতে চান ঋদ্ধিমান সাহা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আইপিএল ফাইনালে জবাব দিতে মরিয়া ঋদ্ধিমান
আইপিএল ফাইনালে জবাব দিতে মরিয়া ঋদ্ধিমান
advertisement

আরও পড়ুন - Virat Kohli, IPL : এটা বিরাট কোহলি, নাকি অন্য কেউ? ফ্লপ শোতে প্রচন্ড বিরক্ত বীরু, সঞ্জয়রা

গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও লাইমলাইট তার জন্য নয়। ভারতীয় দলে সাদা বলের ক্রিকেটে তাঁকে ভাবাই হয় না। লাল বলের ক্রিকেটে এখন তিনি ব্রাত্য। বাংলা দলের হয়ে রঞ্জিতে খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন। কিন্তু সেই ঋদ্ধিমান সাহার উপরেই আইপিএল ফাইনালে ভরসা রাখছে গুজরাত টাইটান্স। প্রথম বার আইপিএল খেলতে নেমেই ফাইনালে জায়গা করে নিয়েছে গুজরাত।

advertisement

সেই দল যদিও নিলামে প্রথমে উইকেটরক্ষক নিতেই ভুলে গিয়েছিল। পরে ঋদ্ধিমানকে যেমন নেয়, তেমনই পেয়ে যায় ম্যাথু ওয়েডকে। শুরুতে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষককে প্রথম একাদশে রাখলেও, ঋদ্ধিমান সুযোগ পেতেই নিজেকে প্রমাণ করেন। ওপেনার এবং উইকেটরক্ষক হিসাবে দলে নিজের জায়গা পাকা করে নেন। ১০টি ম্যাচ খেলে ৩১২ রান করেন ঋদ্ধি।

এখনও বাকি ফাইনাল ম্যাচ। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ খেলতে নামার আগে ঋদ্ধি সম্পর্কে ডেভিড মিলার বললেন, আমাদের দলের শক্তি ঋদ্ধিমান। খুব বেশি কথা বলে না, কিন্তু নিজের কাজটা ঠিক করে দেয়। ওপেনার হিসাবে খেলতে নেমে আমাদের উপর থেকে চাপটা কমিয়ে দেয়। আশা করব আরও একটা ম্যাচ ও ভাল খেলবে।

advertisement

ঋদ্ধিমানও অপেক্ষায় আর একটি ম্যাচের। গুজরাতে খেলার কারণে মোতেরা স্টেডিয়ামকেই তিনি ঘরের মাঠ বলেছিলেন। সেই মাঠেই আইপিএলের ফাইনাল। এই ম্যাচের পর ফের কবে তাঁকে খেলতে দেখতে পাওয়া যাবে তা স্পষ্ট নয়। পরের বছর আইপিএলের জন্য হয়তো অপেক্ষা করতে হবে ঋদ্ধি ভক্তদের।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ঋদ্ধিমান জানেন এই ফাইনালের দিকে কোটি কোটি ভারতবাসীর চোখ থাকবে। রাজস্থানের বিরুদ্ধে ইডেনে ব্যর্থ হয়েছিলেন। এই মুহূর্তে তাঁর নিজের ঘরের মাঠ আমেদাবাদে শেষ বারের জন্য এবারের আইপিএলে জ্বলে উঠতে চাইবেন বাংলার ঘরের ছেলে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Wriddhiman Saha, IPL : ফাইনালে গুজরাতের ভরসা বাংলার ঘরের ছেলে, অথচ বাংলাই বিশ্বাস করল না তাঁকে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল