১৮ অগাস্ট থেকে শুরু হবে ৩ ম্যাচের সিরিজ। ওয়াশিংটন সুন্দর চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে অলরাউন্ডার শাহবাজ আহমেদকে। বাংলার ক্রিকেটার শাহবাজ আহমেদ আইপিএলে আরসিবি-র হয়ে খেলেছিলেন।
আরও পড়ুন- 'INDIA নামটা বদলে দিন', প্রধানমন্ত্রীর কাছে দাবি শামির স্ত্রী হাসিন জাহানের
ওয়াশিংটন সুন্দর বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন। সেখানে রয়্যাল ওয়ানডে কাপ খেলতে গিয়ে চোট পান তিনি। বিসিসিআইয-এর এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটন সুন্দর কাঁধে চোট পেয়েছেন। জিম্বাবুয়ে সিরিজে তিনি খেলতে পারবেন না। ২৭ বছর বয়সী শাহবাদ আহমেদ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করতে পারেন।
advertisement
লিস্ট-এ-তে শাহবাজের রেকর্ড বেশ ভাল। তিনি ২৬টি ম্যাচে ২টি সেঞ্চুরি করেছেন। মো ৬৬২ রান করেছেন শাহবাজ। লিস্ট-এ ক্রিকেটে তাঁর গড় ৪৭।
এছাড়াও, তিনি ৪.৪৩ ইকোনমি রেটে মোট ২৪টি উইকেট নিয়েছেন। বাংলার শাহবাজ আহমেদ আইপিএল ২০২২-এ আরসিবির হয়ে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। ১৬ ম্যাচে তিনি ২১৯ রান করেন। খেলেছেন ৪৫ রানের সেরা ইনিংস। তাঁর স্ট্রাইক রেট ছিল ১২১। ৪ উইকেট পেয়েছিলেন তিনি।
টি-টোয়েন্টির মোট ৫৬ ম্যাচে ৫১২ রান করেছেন তিনি। একটি ফিফটি করেছেন। ২৭ গড়ে ৩৯ উইকেটও নিয়েছেন শাহবাজ। ৭ রানে ৩ উইকেট তাঁর সেরা পারফরম্যান্স।
শাহবাজ আহমেদ প্রথম-শ্রেণীর কেরিয়ারে এখনও পর্যন্ত ১৮টি ম্যাচে একটি সেঞ্চুরি এবং ৭টি হাফ সেঞ্চুরির সাহায্যে মোট ১০৪১ রান করেছেন। ২.৬৪ ইকোনমি রেটে মোট ৫৭টি উইকেটও নিয়েছেন।
আরও পড়ুন- পাকিস্তানের পর এবার ভারত! ফিফার নির্বাসনের তালিকায় আর কোন দেশ রয়েছে, জানেন?
ভারতীয় স্কোয়াড: কেএল রাহুল (অধিনায়ক), রাহুল ত্রিপাঠি, ঋতুরাজ গায়কেওয়াড়, শিখর ধাওয়ান, শুভমান গিল, অক্ষর প্যাটেল, দীপক হুডা, শাহবাজ আহমেদ, ইশান কিশান (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), আভেশ খান, দীপক চাহার, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, শার্দুল ঠাকুর।