'INDIA নামটা বদলে দিন', প্রধানমন্ত্রীর কাছে দাবি শামির স্ত্রী হাসিন জাহানের

Last Updated:
Mohammed Shami Hasin Jahan: প্রধানমন্ত্রীর কাছে দেশের নাম বদলানোর আর্জি হাসিন জাহানের।
1/7
India নামটা বদলে দিন। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এমনই আবদার করলেন ভারতীয় দলের পেসার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান।
India নামটা বদলে দিন। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এমনই আবদার করলেন ভারতীয় দলের পেসার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান।
advertisement
2/7
তিনি এদিন লেখেন- আমাদের দেশ, আমাদের সম্মান। আই লাভ ভারত। আমাদের দেশের নাম ভারত বা হিন্দুস্তান হওয়া উচিত।
তিনি এদিন লেখেন- আমাদের দেশ, আমাদের সম্মান। আই লাভ ভারত। আমাদের দেশের নাম ভারত বা হিন্দুস্তান হওয়া উচিত।
advertisement
3/7
হাসিন আরো বলেছেন, সারা বিশ্ব যেন আমাদের দেশকে ভারত বা হিন্দুস্তান হিসেবে চেনে।
হাসিন আরো বলেছেন, সারা বিশ্ব যেন আমাদের দেশকে ভারত বা হিন্দুস্তান হিসেবে চেনে।
advertisement
4/7
একটি ভিডিও শেয়ার করেছেন হাসিন। সেখানে দেশাত্মবোধক গানের তালে নাচছেন তিনি।
একটি ভিডিও শেয়ার করেছেন হাসিন। সেখানে দেশাত্মবোধক গানের তালে নাচছেন তিনি।
advertisement
5/7
২০১৪ সালে মহম্মদ শামির সঙ্গে হাসিন জাহানের নিকাহ্ হয়েছিল। ২০১৮ সালে শামির বিরুদ্ধে গার্হস্থ হিংসা সমেত একাঝধিক অভিযোগ করেন হাসিন।
২০১৪ সালে মহম্মদ শামির সঙ্গে হাসিন জাহানের নিকাহ্ হয়েছিল। ২০১৮ সালে শামির বিরুদ্ধে গার্হস্থ হিংসা সমেত একাঝধিক অভিযোগ করেন হাসিন।
advertisement
6/7
মহম্মদ শামির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং-এর মতো গুরুতর অভিযোগ করেছিলেন হাসিন। বিসিসিআই তদন্ত করে অবশ্য শামিকে নির্দোষ বলে জানিয়েছিল।
মহম্মদ শামির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং-এর মতো গুরুতর অভিযোগ করেছিলেন হাসিন। বিসিসিআই তদন্ত করে অবশ্য শামিকে নির্দোষ বলে জানিয়েছিল।
advertisement
7/7
দেশের নাম বদলানোর প্রস্তাব দেওয়ার পর অনেকেই হাসিন জাহানকে ট্রোল করছেন।
দেশের নাম বদলানোর প্রস্তাব দেওয়ার পর অনেকেই হাসিন জাহানকে ট্রোল করছেন।
advertisement
advertisement
advertisement