TRENDING:

Bengal Cricket team : এবার পাকিস্তানের দলের বিরুদ্ধে খেলবে বাংলা! অভিনব উদ্যোগ সিএবির তরফে

Last Updated:

Bengal Cricket team to face PSL side Lahore qalandars at Namibia. পাকিস্তানের দলের বিরুদ্ধে খেলবে বাংলা! অভিনব উদ্যোগ সিএবির

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাংলার ক্রিকেট দলের উন্নতির জন্য নতুন ভাবনায় সিএবি। রঞ্জি ট্রফিতে শেষ কয়েকবার কাছাকাছি গিয়েও কেন শেষ ধাপ পার হওয়া যাচ্ছে না এই নিয়ে কম আলোচনা হয়নি। তাই এবার একটু কঠিন প্রতিপক্ষের মুখে নিজেদের ঝালিয়ে নিতে চায় বাংলা দল। ক্রিকেটে এবার বাংলার মুখোমুখি পাকিস্তানের লাহোর! কথাটা শুনতে অবাক লাগলে এটাই সত্যি হতে চলেছে।
লাহোর কালান্দারের বিরুদ্ধে খেলবে বাংলা
লাহোর কালান্দারের বিরুদ্ধে খেলবে বাংলা
advertisement

আরও পড়ুন - Shoaib Akhtar biopic : নভেম্বরে রিলিজ, শোয়েব আখতারের বায়োপিক নিয়ে উত্তেজিত ক্রিকেট দুনিয়া

খুব শীঘ্রই বাংলা দল মুখোমুখি হতে চলেছে পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দারের । সেপ্টেম্বর থেকে আয়োজিত হতে চলা চার দলের টি-২০ টুর্নামেন্টে এমনটাই হতে চলেছে। যেখানে ভারত, পাকিস্তানের দল ছাড়াও উপস্থিত থাকবে দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া। টুর্নামেন্ট আয়োজন হবে নামিবিয়ায়।

advertisement

advertisement

ইতি মধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই মর্মে শিলমোহর দেওয়া হয়েছে। ভারত ও পাকিস্তান তাদের দল ঘোষণা করে দিয়েছে। তবে দক্ষিণ আফ্রিকার দিক থেকে কোন দল আসবে সেটা এখনও জানানো হয়নি। নামিবিয়ার জাতীয় দল অংশগ্রহণ করবে আয়োজক হিসেবে। একটি রিপোর্টে প্রকাশ বাংলা দল ইতি মধ্যেই ১৬ সদস্যের দল ঘোষণা করে দিয়েছে।

advertisement

অভিমন্যু ঈশ্বরনের নেতৃত্বে নামিবিয়ায় যাবে তারা। এছাড়া দলে রয়েছেন শাহবাজ আহমেদ, ঈশান পোড়েল, আকাশ দীপ ও মুকেশ কুমাররা। সিএবির যুগ্ম সচিব দেবব্রত দাস ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, সম্প্রচারকারী সংস্থার পক্ষ থেকে আমাদের প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার কাছে আসে ও আমাদের স্বাগত জানায়।

আমরা সৈয়দ মুস্তাক আলির আগে ৬-৭টা ম্যাচ খেলতে চাই। সেই কারণেই এই সিদ্ধান্ত। এটাই প্রথমবার হতে চলেছে যেখানে ভারতের একটা ঘরোয়া দল পাকিস্তান সুপার লিগ দলের মুখোমুখি হবে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ প্রায় বন্ধ। আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি হয় দুই দল। ফলে এই ম্যাচ আলাদা মাত্রা যোগ করবে।

advertisement

তবে ওই সময় এশিয়া কাপে ব্যস্ত থাকার কারণে শাহিন আফ্রিদি,

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

রিজওয়ানদের খেলা হবে না এই টুর্নামেন্টে। তবুও আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাবে বাংলা দল। ফলে আত্মবিশ্বাস বাড়বে ঘরোয়া ক্রিকেটে নামার আগে।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Bengal Cricket team : এবার পাকিস্তানের দলের বিরুদ্ধে খেলবে বাংলা! অভিনব উদ্যোগ সিএবির তরফে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল