Shoaib Akhtar biopic : নভেম্বরে রিলিজ, শোয়েব আখতারের বায়োপিক নিয়ে উত্তেজিত ক্রিকেট দুনিয়া

Last Updated:

Shoaib Akhtar biopic set to be released on November 23. ধোনি, সচিনদের পর এবার বায়োপিক শোয়েব আখতারের

ধোনি, সচিনদের পর এবার 
বায়োপিক শোয়েব আখতারের
ধোনি, সচিনদের পর এবার বায়োপিক শোয়েব আখতারের
#করাচি: ক্রিকেট মাঠে পাকিস্তানের জার্সিতে ১৪ বছর খেলেছেন। সাফল্য পেয়েছেন, ব্যর্থ হয়েছেন, সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। আবার কখনও রেকর্ড করেছেন। সব মিলিয়ে শোয়েব আখতার এমন একটা চরিত্র যাকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের মনে উৎসাহ এবং উদ্দীপনা বরাবর থেকেছে। ১৯৯৭ সালে উল্কার গতিতে উত্থান ঘটেছিল তার। ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিসদের ভিড়ে নিজেকে আলাদা করে তুলে ধরা সহজ ছিল না। কিন্তু তিনি পেরেছিলেন।
ইডেনে ভারত বনাম পাকিস্তান টেস্টে সচিন এবং রাহুল দ্রাবিড়কে বোল্ড করে বুঝিয়ে দিয়েছিলেন গতির দুনিয়ায় নতুন এক তারকার আবির্ভাব ঘটেছে। পরে ২০০৩ বিশ্বকাপে সর্বোচ্চ গতির বল বেরিয়েছিল তার হাত থেকে। ব্রায়ান লারা থেকে সৌরভ, হেডেন থেকে কলিস, পন্টিং থেকে জয়সূর্য- শোয়েব আখতারের গতির কাছে পরাজিত হয়েছেন অনেক নামি ক্রিকেটার।
লম্বা রান আপ, উড়ন্ত চুল ব্যাটসম্যানদের বুকে ভয় ধরাত। মাঠের মধ্যে হরভজন, যুবরাজদের সঙ্গে অনেকবার ঝগড়ায় জড়িয়েছেন। পরে বন্ধুর মত মিশেছেন বাইরে। শোয়েব আখতার মানে একটা খোলা চিঠির মত। আইপিএলে প্রথম বছর খেলেছেন কেকেআর জার্সিতে। ইডেনে দিল্লির বিরুদ্ধে তার চার উইকেট আজও মানুষের মনে আছে।
advertisement
advertisement
advertisement
ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যকার হিসেবে ভারতে কাজ করেছেন বেশ কিছুদিন। রিয়েলিটি শোয়ে অংশগ্রহণ করেছেন। ইউটিউব চ্যানেল খুলে জনপ্রিয়তা পেয়েছেন বিশাল।
শোয়েব জানিয়েছেন তার বড় হয়ে ওঠার গল্প এবং লড়াইয়ের গল্প শুধু নয়, মানুষ হিসেবে তিনি পৃথিবীকে কিভাবে দেখেন সবকিছুই তুলে ধরার চেষ্টা করা হয়েছে তার বায়োপিকে। তিনি নিশ্চিত সিনেমাটি দেখবেন দর্শকরা। দেখে যদি নতুন প্রজন্ম উদ্বুদ্ধ হয়, তার থেকে বড় প্রাপ্তি কিছু হতে পারে না।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Shoaib Akhtar biopic : নভেম্বরে রিলিজ, শোয়েব আখতারের বায়োপিক নিয়ে উত্তেজিত ক্রিকেট দুনিয়া
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement