কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বরোদা। ২৬৯ রান করে বিষ্ণু সোলাঙ্কির দল। বরোদার হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেন জ্যোৎসনীল সিং। এছাড়া ৫২ রান করেন মাহেশ পিঠিয়া ও ৫০ রান করে পিয়ানশু মোলিয়া। প্রথম ইনিংসে বাংলার হয়ে ৪টি উইকেট নেন আকাশদীপ। এছাড়া মুকেশ কুমার ৩টি ও সায়ন মণ্ডল ২টি উইকেট নেন।
advertisement
প্রথম ইনিংসে রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় বাংলা দল। ১৯১ রানে অল আউট হয়ে যায় লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা। অনুষ্টুপ মজুমদার ৯০ রানের ইনিংস না খেললে আরও লজ্জাজনক স্কোরের সম্মুখীন হতে হত বাংলাকে। বরোদার হয়ে সর্বোচ্চ ৫টি উইকেট নেন শাহজাদখান পাঠান। প্রথম ইনিংসে ৭৮ রানের বড় লিড পায় বাংলা।
দ্বিতীয় ইনিংসে পিছিয়ে থেকে শুরু করেল দুরন্ত কামব্যাক করে বাংলা। মুকেশ কুমার ও ইশান পোড়েলদের আগুনে পেস অ্যাটাকের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ে বরোদার ইনিংস। মাত্র ৯১ রানেই সাজঘরে ফির্ যায় গোটা দল। ৪টি উইকেট নেন মুকেশ কুমার ও ৩টি উইকেট নেন ইশান পোড়েল। আকাশদীপে ঝুলিতে একটি উইকেট। বাংলার টার্গেট দাঁড়ায় ১৭৭ রান।
আরও পড়ুনঃ ধোনির অধিনায়কত্ব কেড়ে নিতে চেয়েছিলেন কোহলি! সামনে এল বিস্ফোরক তথ্য
রানা তাড়া করতে ৫৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল বাংলা দল। চতুর্থ দিনে ম্যাচ জেতার জন্য সকলের নজর ছিল অধিনায়ক মনোজ তিওয়ারি ও সুদীপ ঘরামির দিকে। অনবদ্য ব্যাটিং করেন দুজন। ১৩৬ রানের পার্টনারশিপ করে দলকে জয় এনে দেন। ৭৬ রানে অপরাজিত থাকেন সুদীপ ঘরামি ও ৬০ রানে অপরাজিত থাকেন মনোজ তিওয়ারি। ১৭ জানুয়ারি হরিয়ানার বিরুদ্ধে পরবর্তী ম্যাচ বাংলার।