TRENDING:

বিমান নয়, ট্রেনে রাঁচি যাচ্ছেন মন্ত্রীমশাই! মনোজ তিওয়ারি সঙ্গে গোটা বাংলা দল

Last Updated:

Bengal Cricket Team At Train: রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজকে ট্রেন সফরে দেখে অনেকেই সকাল সকাল একটু অবাক হয়েছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ট্রেন সফরে বাংলা দল। ট্রেনে চেপে বিজয় হাজারে ট্রফি খেলতে গেল লক্ষ্মীরতন শুক্লার বাংলা।
advertisement

দীর্ঘদিন পর ট্রেনে চেপে সফর করল বাংলা ক্রিকেট দল। সাম্প্রতিক সময়ে যে কোনও জায়গায় বিমানে করেই খেলতে যায় বাংলা ক্রিকেট দল। ক্রিকেটারদের সুবিধার্থে বিমান পরিষেবার ব্যবস্থা করে সিএবি। শুধু ক্রিকেট কেন, অন্যা খেলাতেও বিমান সফরকে প্রাধান্য দেওয়া হয়।

যদিও ন্যাশনাল গেমসে ফুটবলে সোনা জেতার পর ট্রেনে করেই বাংলা দল ফিরেছিল। এবার বাংলার ক্রিকেট দল ট্রেনে চেপে রাঁচি গেল। কিন্তু হঠাৎ কেন বিমান ছেড়ে ট্রেন? তাহলে কি বিতর্ক? না একদমই নয়।

advertisement

খেলোয়াড়দের সুবিধার জন্যই ট্রেনে করে রাঁচি গেল বাংলা। শতাব্দী এক্সপ্রেসে চেপে ভোরবেলা রাঁচি পৌঁছলেন মনোজ, অনুষ্টুপরা। দীর্ঘদিন পর ট্রেনে করে এরকম সফর উপভোগ করেছেন ক্রিকেটাররা।

আসলে বিমানে রাঁচি গেলে যে সময় এবং ধকল যেত, তার থেকে ট্রেন অনেকটাই সুবিধাজনক। রীতিমতো আড্ডা দিতে দিতে পৌঁছেছেন লক্ষ্মীরা।

আরও পড়ুন- চিকেন টিক্কা থেকে রোগান জোশ, অ্যাডিলেডের বিখ্যাত রেস্তোরাঁয় পেট পুজো ভারতীয় দলের

advertisement

বছর কয়েক আগে একবার মহেন্দ্র সিং ধোনি সহ গোটা ঝাড়খন্ড দল কলকাতায় এসেছিল ট্রেনে করে। আসলে রাঁচিতে যাতায়াতের জন্য বিমানের থেকে ট্রেন অনেক সুবিধাজনক। স্টেশনে ট্রেনের অপেক্ষা, ট্রেন সফরে সেলফি সব কিছুই ক্যামেরাবন্দি করেছেন ক্রিকেটাররা।

রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজকে ট্রেন সফরে দেখে অনেকেই সকাল সকাল একটু অবাকও হয়েছিলেন বটে। এই সফর ঘিরে নস্টালজিক ক্রিকেটাররা।

advertisement

একদিনের ফরম্যাট বিজয় হাজারে ট্রফিতে গ্রুপ-ই'তে থাকা বাংলা দলের প্রতিদ্বন্দী মহারাষ্ট্র, মিজোরাম, মুম্বই, রেলওয়েজ, পন্ডিচেরি, সার্ভিসেস। ১২ নভেম্বর বাংলার প্রথম ম্যাচ মুস্তাক আলি ট্রফি চ্যাম্পিয়ন মুম্বই দলের সঙ্গে।

গ্রুপ পর্যায়ের সবকটি খেলা হবে রাঁচিতে। সদ্য সমাপ্ত সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে হারতে হয়েছিল বাংলাকে। ঘরোয়া টি-২০ টুর্নামেন্টে বাংলা নবীন ক্রিকেটাররা ২২ গজে লড়াইয়ে ছিলেন।

advertisement

মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদাররা খেলেননি। ২০০ রান করার পরেও কোয়ার্টার ফাইনালে হিমাচল প্রদেশের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল বাংলা দলকে। বিজয় হাজারে ট্রফির দলে রয়েছেন অভিজ্ঞ ব্যাটার মনোজ তিওয়ারি এবং অনুষ্টুপ মজুমদার।

আরও পড়ুন- বিশ্বকাপে ভারতের মুখ উজ্জ্বল করল কেরল! ছবি পোস্ট করে কুর্নিশ ফিফার

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্টে অভিজ্ঞতার উপরেই ভরসা রাখলেন বাংলার নির্বাচকরা। বিজয় হাজারে জেতাই লক্ষ্য বাংলা দলের। ঝাড়খণ্ডের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে মূল পর্ব খেলতে গেল বাংলা। ঝাড়খণ্ডের বিরুদ্ধে জোড়া ম্যাচের রান পেয়েছেন মন্ত্রী মশাই মনোজ। ঝাড়খণ্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে জয় আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করেন দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা।

বাংলা খবর/ খবর/খেলা/
বিমান নয়, ট্রেনে রাঁচি যাচ্ছেন মন্ত্রীমশাই! মনোজ তিওয়ারি সঙ্গে গোটা বাংলা দল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল