TRENDING:

Akash Deep, Shahbaz on KKR : কেকেআরের মুখে ঝামা ঘষে দেওয়া বাংলার দুই ক্রিকেটারকে নিয়ে গর্বিত অরুণ লাল

Last Updated:

Bengal coach Arun Lal not at all surprised with Akash Deep and Shahbaz performance against KKR. বাংলার আকাশ এবং শাহবাজ আরো সাফল্য পাবেন আইপিএলে নিশ্চিত অরুণ লাল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কেকেআরকে বাংলা ক্রিকেটারদের অপমানের জবাব দিয়েছেন আকাশ এবং শাহবাজ
কেকেআরকে বাংলা ক্রিকেটারদের অপমানের জবাব দিয়েছেন আকাশ এবং শাহবাজ
advertisement

আরও পড়ুন - Messi, Ronaldo: কাতারেই শেষ বিশ্বকাপ মেসি এবং রোনাল্ডোর! তালিকায় আর কারা? জানুন

ফিরিয়েছিলেন ভেঙ্কটেশ আয়ার, নীতীশ রানা ও উমেশ যাদবকে। এরপর রান তাড়া করার সময় প্রবল চাপের মুখে শাহবাজ আহমেদ ২০ বলে করেন ৩০ রান। মারেন তিনটি ছয়, যা জয়ের পথে এগিয়ে দেয় আরসিবি’কে। আইপিএলের মঞ্চে দুই ছাত্রের এহেন পারফরম্যান্সে মোটেই অবাক নন বাংলা দলের কোচ অরুণ লাল। বরং তাঁদের কাছ থেকে আরও অনেক সাফল্য দেখার আশায় রয়েছেন তিনি।

advertisement

আরও পড়ুন - De Villiers on Virat Kohli : আইপিএলে বিরাট কোহলিকে নিয়ে বড় বয়ান এ-বির! শুনলে চমকে যাবেন

গত তিন বছর ধরে ডান হাতি পেসার আকাশদীপ ও অলরাউন্ডার শাহবাজের ক্রমাগত উন্নতি খুব কাছে থেকে দেখেছেন অরুণ লাল। তাঁর কথায়, ওরা দু’জনেই ম্যাচ উইনার। ওদের থেকে এমন পারফরম্যান্সই তো প্রত্যাশিত। রঞ্জি ট্রফিতে এর থেকেও অনেক ভাল খেলেছে ওরা। আশা করি, আইপিএলেও সেই ছন্দের পুনরাবৃত্তি ঘটাবে আকাশ, শাহবাজ।

advertisement

পেসার আকাশদীপ প্রসঙ্গে তাঁর মূল্যায়ন, আকাশদীপের বড় অস্ত্র হল গতি। ঘরোয়া ক্রিকেটে ওর চেয়ে জোরে বল কেউ করে না। তিন বছর ধরেই ও দেশের দ্রুততম বোলার। পেসের সঙ্গে সুইংও করে। পুরনো বলেও দারুণ দক্ষ। যে কোনও ব্যাটসম্যানকেই আউট করার ক্ষমতা রয়েছে ওর। সাফল্যের মারাত্মক খিদে রয়েছে। প্রচণ্ড পরিশ্রমের মাধ্যমে দারুণ উন্নতি করেছে গত তিন বছরে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আমি নিশ্চিত, ভবিষ্যতে আরও ভাল খেলবে। শাহবাজের ধারাবাহিকতাও মুগ্ধ করেছে তাঁকে। অরুণ লালের মতে, শাহবাজ চাপের মুখেই সবচেয়ে ভালো খেলে। যত প্রতিকূল পরিস্থিতিই হোক না কেন, ও ভয়ডরহীন ক্রিকেট খেলে থাকে। আমাদের রনজি ফাইনালে ওঠার মরশুমে পাঁচশোর বেশি রান করেছিল। সেই সঙ্গে ৩৫টি উইকেটও নিয়েছিল।

বাংলা খবর/ খবর/খেলা/
Akash Deep, Shahbaz on KKR : কেকেআরের মুখে ঝামা ঘষে দেওয়া বাংলার দুই ক্রিকেটারকে নিয়ে গর্বিত অরুণ লাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল