TRENDING:

দিন্দা-শামির ধাক্কায় বিপর্যস্ত কাইফরা, বোনাস-সহ ৭ পয়েন্ট বাংলার

Last Updated:

দিন্দা-শামির ধাক্কায় বিপর্যস্ত কাইফরা, বোনাস-সহ ৭ পয়েন্ট বাংলার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রায়পুর: সোমবার সকালটা ছিল দিন্দার। বিকেলটা শামির। জোড়া পেসের ফলায় রঞ্জিতে  সরাসরি জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল বাংলা। মঙ্গলবার ম্যাচ জিততে বিশেষ সময় লাগল না মনোজদের ৷ ছত্তীশগড়ের বিরুদ্ধে ইনিংস ও ১৬০ রানে জয় পেল বাংলা ৷ সেঞ্চুরি ম্যাচে ১০ উইকেট এল দিন্দার ঝুলিতে ৷
advertisement

বোনাস সহ ৭ পয়েন্ট পেতে এদিন বাংলার দরকার ছিল মাত্র ৫টা উইকেট। দিন্দা-শামি দু’জনে মিলে সেই কাজটা করে দেন ৷ প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়ার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নেন দিন্দা ৷ অন্যদিকে আট উইকেট তুলে নিতে সফল শামিও ৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

ছত্তিশগড় শেষ হয় মাত্র ১১০ রানে। ৪১৯ রানে পিছিয়ে ফলো-অনের পর দ্বিতীয় ইনিংসে মাটি কামড়ে লড়াইয়ের চেষ্টা চালিয়েছিলেন অভিমন্যু চৌহান ও আশুতোষ সিং। কিন্তু খুব বেশি সময় তাঁরা উইকেটে টিকে থাকতে পারেননি ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
দিন্দা-শামির ধাক্কায় বিপর্যস্ত কাইফরা, বোনাস-সহ ৭ পয়েন্ট বাংলার