এখানে উল্লেখ্য বাংলা দলে ছয়জন খেলোয়াড় ‘বাংলা ফুটবল একাডেমি-খড়দহ’থেকে নির্বাচিত হয়েছিল। যার মধ্যে পাঁচজন খেলোয়াড় প্রতি ম্যাচেই প্রথম একাদশে ছিলেন। যে ৬ জন ফুটবলার বাংলা দলের জন্য নির্বাচিত হয়েছিলেন তারা হলেন অর্ণব রায় (গোলকিপার), সমীর সরদার (রাইট ব্যাক), ঠাকুরদাসা হাঁসদা (স্টপার), দেবজিৎ দত্ত (মিডফিল্ডার), শুভদীপ সর্দার (স্ট্রাইকার), রুদ্রনীল সাহা (গোলকিপার)। এরমধ্যে রুদ্রনীল সাহা ছাড়া বাকি পাঁচজনই প্রতি ম্যাচে প্রথম একাদশে ছিলেন।
advertisement
আরও পড়ুনঃ GK: বলুন তো, বিশ্বের সবথেকে লম্বা গাছের নাম কী? উচ্চতা জানলে চমকে যাবেন
শুভদীপ সরকার গোটা টুর্নামেন্টে মোট চারটি গোল করেন। যার মধ্যে ফাইনালে দ্বিতীয় গোলটিও তার করা। মাননীয় ক্রীড়া মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস বাংলা দলের সমস্ত খেলোয়াড়, কোচ এবং বাংলা ফুটবল একাডেমির কোচ, কর্মকর্তা ও এই একাডেমির সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সকলকে এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন।