শনিবার গুয়াহাটির ইন্দিরা গাঁধী অ্যাথেলেটিক স্টেডিয়ামে চলতি আইএসএলের দ্বিতীয় মোহন-ইস্ট ডার্বি হতে চলেছে। তার আগেই সেই ম্যাচ নিয়ে মুখ খুললেন অস্কার ব্রুজো। খাদের কিনারা থেকে দলকে জয়ের স্বাদ দেওয়ার পর এবার ডার্বি জিততে মরিয়া ব্রুজোর ছেলেরা।
এখন ইস্টবেঙ্গলের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে চোট-আঘাত।
আরও পড়ুন: ‘প্রচণ্ড যন্ত্রণা…’, ধনশ্রীর সঙ্গে ডিভোর্স জল্পনার মাঝে এ কী বললেন চাহাল!
advertisement
চোট-আঘাত পেয়েই অনেক খেলোয়াড়ই মাঠের বাইরে, তাই কিছুতেই দলটাকে নিজের মনের মতন সাজাতে পারছেন না তিনি। শনিবারের ম্যাচটা তার মধ্যে অবশ্যই অন্যতম। তবে অবশ্যই কঠিনতম নয়।
আরও পড়ুন: কেকেআর ‘প্লেয়ারদের’ মধ্যে তুমুল ঝামেলা! আইপিএলের আগে বাড়ল উত্তাপ
এইদিন সাংবাদিক বৈঠকে অস্কার ব্রুজো বলেন, “ভাল পরিকল্পনা ও কৌশল তৈরি করছি আমরা। আবেগ ঝেড়ে ফেলে আমাদের ফুটবলে মনোনিবেশ করতে হবে। আত্মবিশ্বাস ও নিজেদের মধ্যে বোঝাপড়া এখানে বেশি জরুরি। সবচেয়ে জরুরি ছোটখাটো ভুল না করা।”
গত ম্যাচেই হিজাজির ভুলে পয়েন্ট খুইয়ে জেতা ম্যাচ হেরে চলে আসে ইস্টবেঙ্গলের ছেলেরা।
মোহনবাগানকে আটকাতে কী কী করবেন তা জানতে ব্রুজো বলেন, “ওদেরও তো কাজ আমাদের আটকানো। দুই দলেরই রক্ষণ, আক্রমণ আছে। তবে আমাদের আরও প্রতিক্রিয়াশীল হতে হবে।”
প্রথম ডার্বিতে কলকাতায় আসার পরেই দু’গোলে হেরেছিল অস্কার ব্রুজোর ছেলেরা। সেই ডার্বির তুলনায় এই ডার্বিতে তাঁর দল অনেক ভাল অবস্থায় ভাল রয়েছে বলে মনে করেন ইস্টবেঙ্গলের কোচ।