Yuzvendra Chahal Dhanashree Verma: 'প্রচণ্ড যন্ত্রণা...', ডিভোর্স জল্পনার মাঝে এ কী বললেন চাহাল! ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদ পাকা?
- Published by:Raima Chakraborty
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Yuzvendra Chahal Dhanashree Verma: আসলে দিন কয়েক ধরে সোশ্যাল মিডিয়ায় তীব্র জল্পনা ছড়িয়ে পড়েছে যে, স্ত্রী ধনশ্রী ভার্মার সঙ্গে সংসার ভাঙতে চলেছে এই তারকা ক্রিকেটারের।
মুম্বই: ভারতীয় লেগস্পিনার যুজবেন্দ্র চাহালের ব্যক্তিগত জীবন নিয়ে তীব্র বিতর্কের ঝড় উঠেছে। আসলে দিন কয়েক ধরে সোশ্যাল মিডিয়ায় তীব্র জল্পনা ছড়িয়ে পড়েছে যে, স্ত্রী ধনশ্রী ভার্মার সঙ্গে সংসার ভাঙতে চলেছে এই তারকা ক্রিকেটারের। তা নিয়ে এবার নীরবতা ভেঙে ভক্তদের উদ্দেশ্যে জল্পনা বা গুজব না ছড়ানোর আর্জি জানিয়েছেন যুজবেন্দ্র চাহাল। দীর্ঘদিন নীরব থাকার পর তিনি জানালেন, এই গুজবের জেরে প্রচুর মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাঁকে।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট ভাগ করে নিয়েছেন যুজবেন্দ্র। তিনি লিখেছেন, “আমার সমস্ত ভক্তের অটুট ভালবাসার জন্য আমি কৃতজ্ঞ। এই ভালবাসা ছাড়া আমি এত দূর আসতে পারতাম না। কিন্তু এই যাত্রাপথটা অনেক দূর যাবে! আমার দেশ, আমার দল এবং আমার ভক্তদের জন্য এখনও অনেক অবিশ্বাস্য ওভার বাকি আছে! একজন খেলোয়াড়, একজন পুত্র, একজন বাবা এবং একজন বন্ধু হিসেবে গর্বিত। সাম্প্রতিক কিছু ঘটনা বিশেষ করে আমার ব্যক্তিগত জীবনকে ঘিরে আমাকে নিয়ে যে কৌতূহল তৈরি হয়েছে, সেটা আমি বুঝতে পারি। যদিও আমি নির্দিষ্ট কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট লক্ষ্য করেছি। যদিও আমি নির্দিষ্ট কিছু সোশ্যাল মিডিয়ায় দেখেছি, যেখানে নানা কিছু জল্পনা করা হচ্ছে। সেগুলি সত্যও হতে পারে অথবা সত্য না-ও হতে পারে।”
advertisement

advertisement
চাহালের পোস্ট
আরও পড়ুন: চামড়া বুড়িয়ে যাচ্ছে? রাতে শোওয়ার আগে ‘এই’ এক কাজে গ্লো করবে মুখ! রইল সিক্রেট টিপস
তিনি আরও লিখেছেন যে, “একজন পুত্র, একজন ভাই এবং একজন বন্ধু হিসেবে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি যে, এই ধরনের জল্পনা থেকে বিরত থাকুন। কারণ এই গুজবগুলি আমার এবং আমার পরিবারের যন্ত্রণার কারণ হয়ে উঠেছে। আমার পারিবারিক মূল্যবোধ আমায় শিখিয়েছে যে, সকলের জন্য ভাল চাইতে হবে। সংক্ষিপ্ত পথ ধরার পরিবর্তে কঠোর পরিশ্রম এবং ডেডিকেশনের মাধ্যমে সাফল্য অর্জন করা সম্ভব। এই মূল্যবোধের প্রতি আমি অঙ্গীকারবদ্ধ। ঈশ্বরের আশীর্বাদে আমি সর্বদা আপনাদের ভালবাসা, সমর্থন এবং সহানুভূতি চাওয়ার চেষ্টা করব। সকলকে ভালবাসা।”
advertisement
আরও পড়ুন: ঘুম থেকে উঠে হঠাৎ এক চোখে ঝাপসা দেখছেন? চোখেও স্ট্রোক হয়, কীভাবে বুঝবেন জানুন, দৃষ্টিশক্তি হারানোর ভয় থেকে বাঁচুন
প্রসঙ্গত, ২০২০ সালের ডিসেম্বর মাসে কোরিওগ্রাফার এবং রিয়েলিটি শো-এর তারকা ধনশ্রীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন যুজবেন্দ্র চাহাল। তবে ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করে দিয়েছেন। এমনকী সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ধনশ্রীর সঙ্গে সমস্ত ছবি মুছে ফেলেছেন চাহাল। তারপরেই জল্পনা ছড়িয়ে পড়ে যে, সংসার ভাঙতে চলেছে এই তারকা জুটির। জল্পনা থেকে দূরে থাকার আর্জি জানিয়ে চাহালের পোস্ট আসার আগের দিনই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন ধনশ্রীও। নিজের পোস্টে তাঁর চরিত্রহননের জন্য ট্রোলারদের একহাত নিয়েছিলেন এই তারকা কোরিওগ্রাফার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 10, 2025 5:18 PM IST