বোর্ড বনাম লোধা সংঘাত চলছে ৷ লোধা কমিটির সুপারিশগুলি নিয়ে বিসিসিআই এখনও আগের মতোই অনড় ৷ প্রচণ্ড চাপেও এখনও হাল ছাড়তে নারাজ বোর্ড ৷ গত সপ্তাহে মুম্বইয়ে বোর্ডের বিশেষ সাধারণ সভায় রায় তাদের বিপক্ষে গেলে কী করা হবে, তার একটা প্ল্যান ‘বি’ ঠিক করে রাখার হয় বোর্ড কর্তাদের তরফে ৷ ওই সভায় বোর্ড অনুমোদিত সব সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকলেও ছিলেন না ত্রিপুরা ও বিদর্ভ সংস্থার প্রতিনিধিরা ৷ উল্লেখ্য, একমাত্র এই দুই সংস্থাই লোধা কমিটির প্রাথমিক প্রস্তাবের কোনও বিরোধিতা করেনি ৷ তাই এই দুই সংস্থার প্রতিনিধিদের সভায় উপস্থিত না থাকাটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ তবে এই ঘটনাকে বিশেষ পাত্তা দিতে নারাজ বোর্ড কর্তারা ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 06, 2016 10:17 AM IST