TRENDING:

Virat Kohli Salary : মাইনে কমে যাচ্ছে বিরাট-রোহিতের! এত ভাল খেলেও বোর্ড কর্তাদের মন পেল না রো-কো জুটি! এবার বেতনে কাটছাঁট

Last Updated:

Virat Kohli : বিসিসিআই-এর আগামী চুক্তিতে বিরাট কোহলি ও রোহিত শর্মার বেতন কমতে পারে—এই খবর ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা (বিসিসিআই) প্রতি বছর চারটি বিভাগে খেলোয়াড়দের জন্য চুক্তি প্রকাশ করে। এই চুক্তিগুলি দেশের সেরা ক্রিকেটারদের জাতীয় দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত রাখে। তবে চুক্তির ধরণ এবং এর সঙ্গে প্রাপ্ত পারিশ্রমিক নির্ভর করে খেলোয়াড়ের তিনটি ফরম্যাটে অবদানের ওপর।
News18
News18
advertisement

বিসিসিআই সর্বশেষ ২০২৫ সালের এপ্রিল মাসে কেন্দ্রীয় চুক্তি প্রদান করেছিল। কিন্তু আগামী চুক্তিতে বিরাট কোহলি ও রোহিত শর্মার বেতন কমতে পারে—এই খবর ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

চারটি ক্যাটেগরির বার্ষিক চুক্তি প্রকাশ করল বিসিসিআই। ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে দুটো থেকে অবসর নিয়েছেন বিরাট এবং রোহিত। এখন তাঁরা শুধু একদিনের ক্রিকেট খেলেন। আর তাই জানা যাচ্ছে, চুক্তির এ প্লাস ক্যাটাগরি থেকে এ-তে নামিয়ে আনা হতে পারে দুই তারকাকে।

advertisement

চলতি বছরের এপ্রিল মাসে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নবীকরণ হয়েছিল। সেবারও শোনা গিয়েছিল, সর্বোচ্চ ক্যাটাগরি থেকে নামিয়ে আনা হতে পারে দুই তারকাকে। কিন্তু এবার সেটা সত্যি হতে পারে বলে খবর।

উল্লেখ্য, বোর্ডের কেন্দ্রীয় চুক্তির চারটি ভাগ রয়েছে। এ প্লাস, এ, বি এবং সি ক্যাটাগরি। নির্ধারিত ক্যাটেগরিতে থাকে সংশ্লিষ্ট ক্রিকেটারের বেতন পাকা। এর সঙ্গে থাকে ম্যাচ ফি।

advertisement

আরও পড়ুন- মেসি আসছেন কলকাতায়..! আর মাত্র কয়েক ঘণ্টা, বাড়িতে বসে দেখুন মেসির সফর

সেরা ভিডিও

আরও দেখুন
ফসল তো নয় যেন টাকার খনি! সহজ পদ্ধতিতে সরষে চাষ করে দু'হাতে কামাচ্ছেন কৃষকরা
আরও দেখুন

বোর্ড সাধারণত নির্বাচক কমিটি, হেড কোচ এবং অধিনায়কের সঙ্গে আলোচনা করেই কোন ক্যাটাগরিতে কাকে রাখা হবে সেই সিদ্ধান্ত নেয়। রোহিত ও বিরাট বর্তমানে এ প্লাস ক্যাটাগরিতে আছেন। তবে এবার তাঁদের বোর্ডের এ ক্যাটাগরি থেকে নেমে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে খবর। প্রসঙ্গত, বোর্ডের এ প্লাস চুক্তিতে বার্ষিক বেতন সাত কোটি টাকা। এ ক্যাটাগরিতে বেতন পাঁচ কোটি টাকা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli Salary : মাইনে কমে যাচ্ছে বিরাট-রোহিতের! এত ভাল খেলেও বোর্ড কর্তাদের মন পেল না রো-কো জুটি! এবার বেতনে কাটছাঁট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল