বৃহস্পতিবার, জল্পনা তৈরি হয় যে শ্রেয়স আইয়ার ২০২৫ সালের এশিয়া কাপ দল থেকে বাদ পড়লেও, রোহিত শর্মার পর ভারতের পরবর্তী ওডিআই অধিনায়ক হওয়ার ক্ষেত্রে তিনিই সবার আগে। সূত্র মারফত জানা যায় যে, বিসিসিআই কেরিয়ারের শেষ পর্যায়ে থাকা রোহিতকে অধিনায়কত্বের বোঝা থেকে মুক্তি দিতে আগ্রহী। সেই জায়গায় আসতে পারেন শ্রেয়স।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময়, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সমস্ত গুজব উড়িয়ে দিয়ে বলেন যে বিসিসিআই ম্যানেজমেন্ট এই বিষয়ে কোনও আলোচনা করেনি। তিনি বলেন, “এটি আমার জন্য নতুন খবর। এ জাতীয় কোনও আলোচনা হয়নি।”
advertisement
ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকর এশিয়া কাপের দল ঘোষণার সময় শ্রেয়সের অনুপস্থিতি নিয়ে কথা বলেন। তিনি সাংবাদিকদের বলেন, “যদি আমরা শ্রেয়সের বিষয়ে কথা বলি, তাহলে এটা তার দোষ নয়, আমাদেরও দোষ নয়। আপনি ১৫ জন খেলোয়াড় নির্বাচন করতে পারব এবং এই মুহূর্তে তার সুযোগের জন্য অপেক্ষা করতে হবে।”
২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন শ্রেয়স আইয়ার। তিনি সামগ্রিকভাবে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। তিনি পাঁচ ম্যাচে ৪৮.৬০ গড়ে ২৪৩ রান করেছিলেন, যার মধ্যে দুটি অর্ধশতরান এবং ৭৯ রান ছিল তার সর্বোচ্চ স্কোর। তবে তার ওডিআই অধিনায়ক হওয়া নিয়ে যাবতীয় জল্পনায় অবসান পড়ল।