TRENDING:

Wriddhiman Saha Controversy: ‘‘ঋদ্ধিমান সাহা মোটেই ঠিক করেননি’’-ব্যক্তিগত মত সৌরভের দাদা স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়ের

Last Updated:

Wriddhiman Saha Controversy: ‘‘এটা আমার ব্যক্তিগত মত, কিন্তু যেটা ওকে বলা হয়েছিল সেটা ব্যক্তিগত, এটা সকলের সামনে আসা উচিত ছিল না৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভারতীয় টেস্ট দল থেকে বাদ পড়েছেন বাংলার ক্রিকেটার উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)৷ এরপরেই বোর্ড (BCCI)  প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) একহাত নিয়েছেন ঋদ্ধিমান (Wriddhiman Saha Controversy)৷
BCCI president sourav ganguly's elder brother snehasis Ganguly slams wriddhiman saha- Photo-PTI
BCCI president sourav ganguly's elder brother snehasis Ganguly slams wriddhiman saha- Photo-PTI
advertisement

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সঙ্গে এক হোয়াটসঅ্যাপ চ্যাট সর্বসমক্ষে আনেন৷ সেই চ্যাটের স্ক্রিনশট শেয়ার না করলেও তিনি জানান সৌরভ অর্থাৎ দাদি তাঁকে আশ্বাস দিয়েছিলেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুর টেস্টে ৬১ রান করার পর যে জাতীয় দলে তাঁর জায়গা সুরক্ষিত৷

সিএবি সচিব স্নেহাশিষ গঙ্গোপাধ্যায় (Snehashis Ganguly) অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা এবার  ঋদ্ধিমান সাহা বিতর্কে মুখ খুললেন৷ সাহা -র বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি৷ তাঁর সঙ্গে তিনি সাংবাদিকের সঙ্গে কথা বলার স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেওয়ায় আরও বেশি স্নেহাশিষের ক্ষোভের মুখে পড়েছেন৷

advertisement

আরও পড়ুন - Urfi Javed: বুকের কাছে শুধু হালকা গিঁট, আকাশি পোশাকে উর্ফি জাভেদের যৌনতা মাখা ছবি

শনিবার ঋদ্ধিমান সাহা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘‘নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬১ রান করার পর দাদা (সৌরভ) আমায় শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন, হোয়াটসঅ্যাপে তিনি লিখেছিলেন আমি যতদিন এখানে আছি ততদিন তুমি দলে আছ৷ বিসিসিআই প্রেসিডেন্টের এই ধরণের মেসেজ আমার মনোবল বাড়িয়েছিল৷ আমি এখন বুঝতে পারছি না এত দ্রুত কি বদলাল৷ ’’

advertisement

ঋদ্ধিমান সাহার এই মন্তব্যের ভিত্তিতে সিএবি সচিব স্নেহাশিষ গঙ্গোপাধ্যায় বলেন কী করে ঋদ্ধি  (Wriddhiman Saha Controversy) এরকম ভাবে ব্যক্তিগত কথা সবার সামনে আনলেন, তাও আবার বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে কথা৷

আরও পড়ুন - Cricketer Actress Gossip: বয়েসে বড় এই অভিনেত্রীর প্রেমে হাবুডুবু রতুরাজ গায়কোয়াড়

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘এটা আমার ব্যক্তিগত মত, কিন্তু যেটা ওকে বলা হয়েছিল সেটা ব্যক্তিগত, এটা  সকলের সামনে আসা উচিত ছিল না৷ ও রনজি খেলতে পারত৷ ও ব্যক্তিগত কারণ দেখিয়ে রনজি থেকে নাম তুলে নেয় আমরা ওর সিদ্ধান্তকে সম্মান জানিয়েছি৷ ওর জন্য দরজা সবসময়েই খোলা রয়েছে৷ যখন ও দলে যোগ দিতে চায়৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

ফেব্রুয়ারি-র ১৯ তারিখ ঋদ্ধিমান সাহা এই বিতর্ক আরও বাড়িয়ে দেন সেখানে একটি হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন৷ যিনি ঋদ্ধিমান সাহার একটি এক্সক্লুসিভ ইন্টারভিউ চান কিন্তু সেটা না দিতে চাওয়ায় তিনি ঋদ্ধিকে হুমকি দেন৷ যা নিয়ে ফের নতুন করে ঋদ্ধিমান সাহা বিতর্ক বেড়ে উঠেছে৷

বাংলা খবর/ খবর/খেলা/
Wriddhiman Saha Controversy: ‘‘ঋদ্ধিমান সাহা মোটেই ঠিক করেননি’’-ব্যক্তিগত মত সৌরভের দাদা স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল