দাদা-র গুগলি ধরা তো আর সহজ কাজ নয়। বুধবার এমনই একখানা আনপ্লেয়েবল গুগলি দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই গুগলি খেলতে পারল না কেউ। হালফিলে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বারবার দেখা গিয়েছে দেশের তাবড় রাজনীতিবিদদের সঙ্গে। কখনও অমিত শাহ এসেছেন তাঁর বাড়িতে, কখনও মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- বোর্ড থেকে পদত্যাগ করেননি সৌরভ গঙ্গোপাধ্যায়, জানিয়ে দিলেন বোর্ড সচিব জয় শাহ
advertisement
সৌরভ আবার বিসিসিআইতে সহকর্মী হিসেবে পেয়েছেন অমিত শাহের পুত্র জয় শাহকে। ফলে তাঁর চারপাশে যে একটা রাজনৈতিক বাতাবরণ তৈরি হয়েছিল, তা অস্বীকার করার জায়গা নেই। সেই জন্যি হয়তো অনেকে দুইয়ে দুইয়ে চার করেছিলেন। তার উপর বুধবার বিকেলে সৌরভের টুইট, যেটাকে টুইট না বলে গুগলি বলাই ভাল!
আগামী সেপ্টেম্বর মাসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই সভাপতি পদের মেয়াদ শেষ হওয়ার জল্পনা রয়েছে। কেউ কেউ আবার বলছিলেন, সৌরভ এবার আইসিসির পদপ্রার্থী। এরই মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে যোগদানের সম্ভাবনাও দেখছিলেন অনেকে। এত সব ঘটনার ঘনঘটার মাঝে বুধবার সৌরভের টুইট- নতুন অধ্যায় শুরু করছি। এমন কিছু করব যা মানুষের উপকার করবে।
বিসিসিআই সচিব জয় শাহ তড়িঘড়ি সংবাদসংস্থাকে জানান, সৌরভ এখনও বিসিসিআই সভাপতি পদ থেকে ইস্তফা দেননি। তখনই ছবিটা কিছুটা হলেও পরিষ্কার হতে শুরু করে। সৌরভ তা হলে গুগলি দিয়েছেন! তিনি আদৌ রাজনীতির উঠোনে পা রাখছেন না!
আরও পড়ুন- 'জীবনের নতুন অধ্যায় শুরু করছি', সৌরভের ট্যুইটে তুমুল জল্পনা!
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছিলেন, এটা সৌরভের নেহাতই বিজ্ঞাপনী কোনও প্রচার। শেষ পর্যন্ত তাঁর আন্দাজই সত্যি হল। দেশব্যপী এডুকেশন অ্যাপ লঞ্চ করছেন সৌরভ। এমন অ্যাপ যা বহু ছাত্র-ছাত্রীকে এগিয়ে যেতে সাহায্য করবে। তাঁর এমন কাজ সত্যিই মানুষের কাজে লাগবে।
দাদাগিরির মঞ্চে এমন সব গুগলি মাঝেমধ্যেই দেন দাদা। তবে মহারাজ যে বাস্তবেও তাঁর ভক্তদের একখানা জব্বর গুগলি দিয়ে বসবেন, কে জানত!